দেশ বিদেশ

চসিক নির্বাচন

মেয়র পদে মনোনয়ন জমা দিলেন রেজাউল-শাহাদাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৯:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে  মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার শেষ দিনে দলীয় নেতাকর্মী নিয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
এর আগে গত বুধবার সকালে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী সোলায়মান আলম শেঠ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. জান্নাতুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন ও মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুরসহ ৯ জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন বলে জানান, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।  
তিনি জানান, তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আ জ ম নাছির উদ্দীনকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এম রেজাউল করিম চৌধুরী এ সময় সাংবাদিকদের বলেন, মেয়র হিসেবে নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন করা। জলাবদ্ধতা নিরসনে চলমান কাজ সুষ্ঠুভাবে সমপন্ন হলে অনেকাংশেই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে জনগণ। তাছাড়া পূর্ববর্তী মেয়রের অসমপন্ন কাজ সমপন্ন করবো আমি।
বৃহসপতিবার দুপুর ২টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি’র মনোনীত মেয়রপ্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমপাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সমপাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ানসহ প্রমুখ।
এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীকে ঢেলে সাজানো হবে। চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন, হেলদী সিটি, গ্রিনসিটি ও পর্যটন নগরীতে পরিণত করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে জনবান্ধব সাম্যের শহর হিসেবে গড়ে তুলবো আমি।
এর আগে বুধবার মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সোলায়মান আলম শেঠ। এ সময় সোলায়মান আলম শেঠ বলেন, জনগণ পরিবর্তন চায়। নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়া মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলামসহ আরো ৬ জন মনোনয়নপত্র জমা দেন বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।
এ ছাড়া ৭৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদে, ৪৪১ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তাদের মধ্যে কত জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তার হিসাবনিকাশ এখনো চলছে বলে জানান তিনি।  
উল্লেখ্য, গত ১৬ই ফেব্রুয়ারি নির্বাচন ভবনে চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। তফসিল অনুযায়ী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭শে ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১লা মার্চ, আপিল ২ থেকে ৪ঠা মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ই মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ই মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯শে মার্চ। নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status