বাংলারজমিন

বরুড়ায় খাল দখল ও দূষণ রোধে পৌর মেয়রের সভা

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৫৪ পূর্বাহ্ন

গত মঙ্গলবার দৈনিক মানবজমিনে দখল ও দূষণে বিপর্যস্ত খাল প্রকাশিত হওয়ার পর বরুড়ায় খাল দখল ও দূষণ রোধে বরুড়া পৌরসভা মেয়রের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বরুড়া পৌরসভার সভা কক্ষে বরুড়া পৌরসভার মেয়র মো. জসিম উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বরুড়া উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষক-সাংবাদিক- ব্যবসায়ী-পৌরসভার সকল কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহণে জন সচেতনতামূলক সভা শুরু হয়। সভায় বরুড়া পৌরসভাসহ তৎসংলগ্ন এলাকার দখলকৃত সকল খাল পুনঃউদ্ধারে বরুড়া পৌরসভা সর্বোচ্চ ভূমিকায় অবতীর্ণ হবে বলে ঘোষণা দেন পৌরপিতা। এদিন তিনি আরো বলেন, পৌর এলাকার সকল বাজারে মুজিববর্ষ উপলক্ষে ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বরুড়া পৌর প্রশাসন যা আগামী দিনে অব্যাহত থাকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এদিন পৌর সচিব আমজাদ হোসেনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কায়দে আবেদীন, দেওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুস সাত্তার,বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন এর বরুড়া উপজেলা প্রতিনিধি মো. ইকরামুল হক, দৈনিক রূপসী বাংলা’র বরুড়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক ভোরের ডাক’র বরুড়া প্রতিনিধি রোটা. ওমর ফারুক, দৈনিক বরুড়া কণ্ঠ’র স্টাফ রিপোর্টার গাজী শরীফ উদ্দিন, পৌর কাউন্সিলর মোবারক হোসেন, মিনোয়ারা বেগম, খলিলুর রহমান, ব্যবসায়ী বাবু সুদর্শন ভদ্র, বিনয় ভূষণ সাহাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status