খেলা

নাপোলি ১-১ বার্সেলোনা

‘অ্যাওয়ে’ ভাগ্য বদলায়নি বার্সার

স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

প্রতিপক্ষের মাঠে হতাশাজনক পাফরমেন্স অব্যাহত বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লীগের শেষ সাত অ্যাওয়ে ম্যাচে কাতালানদের জয় মাত্র একটি। মঙ্গলবার রাতেও ইতালিয়ান ক্লাব নাপোলির মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি কিকে সেতিয়েনের দল। এদিন লিওনেল মেসিদের প্রাপ্তি বলতে প্রতিপক্ষের মাঠে করা একমাত্র গোলটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েছে নাপোলি। ১৯ মার্চ ফিরতি লেগে নাপোলিকে আতিথ্য দেবে বার্সা।
ম্যাচ শেষে নাপোলির অতি-রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করেন বার্সা কোচ কিকে সেতিয়েন। কার্লো আনচেলেত্তিকে সরিয়ে মৌসুমের মাঝপথে জেন্নারো গাত্তুসোকে দায়িত্ব দেয় নাপোলি। ইতালির সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার দায়িত্ব নেয়ার পর দৃষ্টিনন্দন ফুটবলের চেয়ে রক্ষণাত্মক ফুটবলই খেলে আসছে ইতালিয়ান ক্লাবটি। স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষেও একই কৌশল সাজান গাত্তুসো। নাপোলির রক্ষণাত্মক ফুটবলের সমালোচনা করে মেসিদের কোচ কিকে সেতিয়েন বলেন, ‘নিজেদের অর্ধে দশজন খেলোয়াড় নিয়ে ম্যাচের বেশিরভাগ সময় ডিফেন্স করে গেছে তারা। তবে এটাও ঠিক আমরা প্রত্যাশা মতো ভালো খেলতে পারিনি। ফিরতি লেগ নিজেদের মাঠে খেলব আমরা। প্রতিপক্ষের মাঠে এক গোল পাওয়ায় কিছুটা এগিয়ে থেকে ঘরের মাঠে খেলতে নামব।’
ঘরের মাঠে ৩০তম মিনিটে লিড নেয় নাপোলি। জেইলিনস্কির সহায়তায় লক্ষ্যভেদ করেন ড্রিস মার্টেনস। বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে মেসি-গ্রিজম্যানরা লক্ষ্যে রাখতে পারেননি কোনো শট। ৫০তম মিনিটে সমতা ফেরান আঁতোয়ান গ্রিজমান। নেলনস সেমেদোর পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন এ ফরাসি স্ট্রাইকার।
ম্যাচে বার্সেলোনার তিন ও নাপোলির দুই ফুটবলারকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার চিলিয়ান তারকা আরতুরো ভিদাল। ফিরতি লেগে ভিদালকে পাচ্ছে না বার্সেলোনা। হলুদ কার্ড দেখায় দ্বিতীয় লেগ মিস করবেন মিডফিল্ডার সার্জিও বুসকেটসও। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে হারালেও উদ্বিগ্ন নন বার্সা কোচ সেতিয়েন। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ দু’জনকে ছাড়াই দ্বিতীয় লেগে নামতে হবে। সবকিছু ইতিবাচকভাবে নেয়া উচিত। আমরা এই অবস্থা সমাধানের চেষ্টা করবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status