বাংলারজমিন

খুলনায় টেন্ডারকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:১৯ পূর্বাহ্ন

খুলনা জেলা পরিষদের খেয়াঘাটের ইজারাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ নেতাসহ দুইজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জেলা পরিষদসহ আশেপাশের এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অপরদিকে জেলা পরিষদের ১৪টি খেয়াঘাটের ইজারার জন্য দরপত্র বিক্রি হয় ৮৬টি এবং জমা পড়েছে মাত্র ১৩টি। যে সব খেয়াঘাটের বিপরীতে দরপত্র জমা পড়েনি সেগুলো আগামী ১০ থেকে ৩১শে মার্চ সিদ্ধান্ত নেয়া হবে। জানা যায়, জেলা পরিষদের ১৪টি খেয়াঘাট ইজারা প্রদানের জন্য সম্প্রতি টেন্ডার আহ্বান করা হয়। দরপত্র বিক্রির শেষ দিন ছিল গত ২৪শে ফেব্রুয়ারি বিকাল ৫টা এবং দরপত্র দাখিলের সময় ছিল গত মঙ্গলবার দুপুর ১টা। অভিযোগ রয়েছে, খেয়াঘাটের দরপত্র জমা দিতে বাধা দেয়া হয় জেলা পরিষদের সামনে। এ সময় ঠিকাদারদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর সত্তার খলিফা এবং তার ছেলে কামরুজ্জামান প্রহৃত হন। যে সব খেয়াঘাটের ইজারা হয়েছে সেগুলো হলো তালিমপুর, ভট্টাচার্য্য-শোলপুর-চন্দনীমহল, কালিবাড়ী, কাস্টমঘাট, (দৌলতপুর-মহেশ্বরপাশা) দৌলতপুর বাজারঘাট, (দৌলতপুর-মহেশ্বরপাশা) নগরঘাট-রেলিগেট খেয়াঘাট, (দৌলতপুর-মহেশ্বরপাশা) বার্মাশিল খেয়াঘাট, (দৌলতপুর-মহেশ্বরপাশা) স্টিমার খেয়াঘাট, সন্ন্যাসীহাট, শরাফপুর, মাথাভাঙ্গা, চালনা, দাকোপ এবং চৌকুনী-মঠবাড়ী। এসব ঘাটের বিপরীতে মোট ৮৬টি দরপত্র বিক্রি হলে দরপত্র জমা হয়েছে মাত্র ১৩টি। আগামী ১০ই মার্চ দ্বিতীয় দফা এবং ৩১শে মার্চ তৃতীয় দফায় দরপত্র দাখিলের সময় রয়েছে। আওয়ামী লীগ নেতা আবদুর সত্তার খলিফা বলেন, খেয়াঘাটের ইজারার জন্য দরপত্র জমা দেয়ার সময় জেলা পরিষদের সামনে আমার ছেলেকে এবং জেলা আওয়ামী লীগের এক নেতার অফিসের পাশে আমার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এগুলোর মধ্যে যুবলীগের কয়েকজনকে আমি চিনতে পেরেছি। বিষয়টি আমি থানায় অবগত করেছি।
খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান বলেন, খেয়াঘাটের ইজারা নিয়ে বাইরে কী হয়েছে সেটা জানি না। তবে টেন্ডার জমা দেয়ার সময় এখানে পুলিশ ছিল। জেলা পরিষদ চত্বরে কোনো হট্টগোল হয়নি।
খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, জেলা পরিষদের ভেতরে টেন্ডার ড্রপিং নিয়ে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কেউ আটক হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status