বিনোদন

ছোট পর্দায় আজ

২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৭:৩৫ পূর্বাহ্ন

এটিএন বাংলায় ‘জান্নাত’
এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে বাংলায় ডাবিং করা তুর্কি সিরিয়াল ‘জান্নাত’। কোরিয়ান জনপ্রিয় ধারাবাহিক ‘টিয়ার্স অব হ্যাভেন’র কাহিনী অবলম্বনে ‘জান্নাত’ পরিচালনা করেছেন তুর্কি নির্মাতা সাদুল্লাহ জেলেন। পারিবারিক ও বর্তমান সময়ের গল্প নিয়ে ‘জান্নাত’ নির্মিত হয়েছে। যেখানে একটি এতিম মেয়ের জীবনসংগ্রামের নানা চিত্র উঠে এসেছে।

একুশে টেলিভিশনে ‘আদালত’
সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের বিচার সংশ্লিষ্ট ঘটনা নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘আদালত’। সত্যের রহস্য উন্মোচনে বুদ্ধিদীপ্ত এবং বলিষ্ঠ ভাবে তথ্য প্রমাণের মাধ্যমে ভুক্তভোগীকে ন্যায় বিচার পাইয়ে দেয়ার দৃশ্যায়ন করা হয়েছে এই নাটকটির মাধ্যমে। সত্য ঘটনা অবলম্বনে প্রতিটি গল্পকে তিনটি পর্বে উপস্থাপন করা হয় নাটকটিতে। অঞ্জন সরকারের রচনা এবং আশরাফুল আলম, পিপিএম এর পরিচালনায় নাটকটির মূল ভূমিকায় অভিনয় করেছেন আশরাফুল আলম, পিপিএম। এছাড়া গল্পের প্রয়োজনে প্রতিটি পর্বেই বাংলাদেশের শীর্ষ স্থানীয় অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন। প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে একুশে টেলিভিনে প্রচার হচ্ছে ধারাবাহিকটি।

এনটিভিতে ‘শহরালী’
এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শহরালী’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, নাদিয়া, শাহনাজ খুশী, মৌটুসী বিশ্বাস, নাবিলা ইসলাম, রিমি করিম, তামিম মৃধা, আহসান হাবিব নাসিম, আব্দুল কাদের, মাসুম বাশার, মিলি বাশার, শফিক খান দিলু, এটিএম রাসেল, রানা, চাঁদনী, তালহা প্রমুখ। শহরালী নামের এক শিক্ষিত বেকর যুবক বন্ধুর সন্ধানে জীবনে প্রথম ঢাকা শহরে এসে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। তাকে নিয়েই এগিয়েছে নাটকের গল্প।

মাছরাঙা টেলিভিশনে ‘নানা স্বাদে রাঁধুনী’
প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘নানা স্বাদে রাঁধুনী’। এ অনুষ্ঠানে প্রাচ্য ও পাশ্চাত্যের খাবার, ফুড কালচার, রান্নার বৈচিত্র্য সম্পর্কে ধারণা এবং নতুন নতুন রেসিপি উপস্থাপন করা হয়ে থাকে। অনুষ্ঠানের এবারের পর্বে   অতিথি হিসেবে থাকবেন ঢাকা রিজেন্সি হোটেলের চিফ শেফ এটিএম আহমেদ হোসেন। সেই সঙ্গে থাকবেন রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’ ১৪২৪ বিজয়ী মাহফুজুর রহমান। তারা নিজেদের পছন্দের রেসিপি রান্না করে দেখাবেন। শুধু রান্না নয়, প্রয়োজনীয় অনেক টিপসও দিবেন দর্শকদের। এছাড়া থাকবে দেশ-বিদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার নিয়ে সেগমেন্ট ‘ফুড ট্রিভিয়া’ এবং দর্শকদের জন্য থাকবে কুইজ। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান। উপস্থাপনা করছেন তনিমা হামিদ।

বৈশাখী টিভিতে ‘শিক্ষা বাণিজ্য’
বৈশাখী টিভিতে আজ রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে পাক্ষিক ধারাবাহিক নাটক -‘শিক্ষা বাণিজ্য’। শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু সেই শিক্ষা নিয়ে চলছে নানা বাণিজ্য। যার ফলে শিক্ষা ব্যবস্থা যেন রসাতলে যেতে বসেছে। সিরিও কমেডির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে এ নাটকে। অভিনয় করেছেন ডা. এজাজ, রাশেদ মামুন অপু, মিষ্টি মারিয়া, তানিশা, অলিউল হক রুমি, হিরা, আকাশ রঞ্জন প্রমুখ। নাটকটির গল্প টিপু আলমের। সংলাপ লিখেছেন আকাশ রঞ্জন এবং পরিচালনা করেছেন মহিন খান।

দীপ্ত টিভিতে ‘ভালোবাসার আলো-আঁধার’
ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’ দীপ্ত টিভিতে প্রচার হবে আজ রাত ৯টায়। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে রচিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে অভিনয় করেছেন  সুষমা সরকার, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেম, মিলি মুন্সী, চান্দা মাহজাবিন, রেজাউল সুজন, আইনুন পুতুল, রুহুল, তূর্য, নাজাহ আলাইনাসহ আরো অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status