দেশ বিদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার

২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে তথ্য ছিল পাপিয়া অপকর্ম করছে। এ কারণে প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন গ্রেপ্তার করে পাপিয়াকে শাস্তি দিতে। র‌্যাব সে নির্দেশ অনুযায়ী পাপিয়াকে গ্রেপ্তার করেছে। পাপিয়ার অপকমের্র সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, দলীয় কর্মীদের শাস্তি দেয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই রয়েছে। সুতরাং অপরাধ করে পার পাবেন, এটা ভাবার কোনো কারণ নেই। গতকাল রাজধানীর সেতু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় ওবায়দুল কাদের বলেন, এর আগে বিএনপিও তো ক্ষমতায় ছিল। তাদের নেতাকর্মীরা কত লুটপাট ও দুর্নীতি করেছে, কত অন্যায় করেছে কিন্তু কোনো অপকর্মের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি কাউকে শাস্তি দিয়েছেন? এমন সৎ সাহস কি খালেদা জিয়ার আছে? অপরাধের জন্য তাদের নেতাকর্মীদের শাস্তি দিয়েছেন, এমন নজির নেই। এ সৎ সাহস তাদের নেই। সেতুমন্ত্রী বলেন, যে কোন বিষয়ে অভিযোগ করা বিএনপির স্বভাব, এটাই তাদের রাজনীতি। নরসিংদী জেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন শামীমা নূর পাপিয়া। অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুব মহিলা লীগ থেকে গত ২৩শে ফেব্রুয়ারি তাকে আজীবনের জন্য বহিষ্কার করে কেন্দ্রীয় যুব মহিলা লীগ। এ নিয়ে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, যুব মহিলা লীগের কমিটির মেয়াদ শেষ মার্চে, মেয়াদ শেষ হলে সম্মেলন হবে। তখন কাউন্সিল করে নতুন কমিটি গঠিত হবে। এসময় অপর এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আগামী দুই মাসের মধ্যে করোনা ভাইরাসের পরিস্থিতি উন্নতি হলে পদ্মাসেতু প্রকল্পে কোনো প্রভাব পড়বে না বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, যদি দু’মাসের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে পদ্মাসেতুর কাজে প্রভাব পড়বে। অর্থ সংকট থাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিলো জানিয়ে তিনি বলেন, এ চুক্তি সই হওয়ায় প্রকল্প বাস্তবায়নের পথে বাধা থাকলো না। লোন এগ্রিমেন্ট কার্যকরের লক্ষ্যে এ চুক্তি হলো। আর অর্থ সংকট থাকলো না। করোনা ভাইরাসের কারণে কিছু প্রকল্পের কাজ বিলম্ব হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, পদ্মাসেতুতে এক হাজার চীনা শ্রমিকের মধ্যে ২৫০ জন ছুটিতে আছেন। পদ্মাসেতু প্রকল্পে ৪১টি স্প্যানের মধ্যে ২৫টি বসানো হয়েছে। সার্ভিস লেন শতভাগ, নদী শাসনের কাজ শেষের দিকে। মূলসেতুর কাজ ৭৮ শতাংশ সম্পন্ন হয়েছে। কর্ণফুলী টানেলের কাজ ৫১ শতাংশ। সব মেগা প্রকল্পের কাজও এগিয়ে চলছে। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঋণ চুক্তি কার্যকরের লক্ষ্যে ডিরেক্ট এগ্রিমেন্ট ও ভিজিএফ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status