দেশ বিদেশ

সড়কে ঝরলো ৭ প্রাণ

বাংলারজমিন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

সারা দেশে গতকাল সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় ৩, লক্ষ্মীপুরে ১, গোপালগঞ্জে ১, নওগাঁয় ১ ও জয়পুরহাটের পাঁচবিবিতে ১ জন রয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৫ আহত হয়েছে। এর মধ্যে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ও প্রাইভেট কার চাপায় নারীসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল সকাল পৌঁনে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে থানার ভুঁইয়াগাতী কালিপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সকাল পৌঁনে ৯টার দিকে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের পাচলিয়ায় বাজার এলাকায় রাস্তাপারাপরের সময়  প্রাইভেটকার চাপায় এক পথচারী নিহত হয়েছে। বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন- সলঙ্গা থানার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম (৫৮) ও বাসের হেলপার শুকুর আলী (৪০) রায়গঞ্জ উপজেলার গুদগাতী গ্রামের আব্দুল তালুকদারে ছেলে ও প্রাইভেটকার চাপায় সলঙ্গা থানার বোয়ালিয়ার চর গ্রামের আব্দুস সামাদের ছেলে মোকদ্দেস আলী (৪০)।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক চাপায় ফাহিমা আক্তার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর অঞ্চলিক মহাসড়কের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলে চালক পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেন। নিহত ফাহিমা উপজেলার সোনাপুর ইউনিয়নের খলিল মিঝি বাড়ীর জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। রায়পুর থানার ওসি তোতা মিয়া বলেন, খবর পেয়ে নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক ট্রাকটি আটক করলে চালক-হেলপার পালিয়ে যায়।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের নিমতলায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত পলাশ, সোহাগ, সুমন ও বাবুকে গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সেতু (৩৫)এর বাড়ি গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়ায়। সে ওই এলাকার মিন্টু বিশ্বাসের ছেলে।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরে ভটভটি উল্টে চাপা পড়ে চালক মোস্তফা কামাল হোসেন (৩৫) মারা গেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকগৌরি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা জেলার মান্দা উপজেলার সাতবাড়িয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি-ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (৪৫) নামে ১ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল এলাকার মৃত হবিবর রহমানের পুত্র। দুর্ঘটনার পরে গাড়ি রেখে চালক পালিয়ে গেলে এলাকার লোকজন মেসি ট্রাক্টরটিকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে থানায় নিয়ে আসে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status