বিশ্বজমিন

ব্যক্তিগত সাক্ষাতকারে ৯০ এমপিকে রাজপ্রাসাদে ডেকেছেন মালয়েশিয়ার রাজা

মানবজমিন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১:৫০ পূর্বাহ্ন

ড. মাহাথির মোহাম্মদের প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করার পর মালয়েশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে ব্যক্তিগত পর্যায়ে সাক্ষাতকারে আজ মঙ্গলবার ৯০ জন এমপিকে রাজপ্রাসাদে ডেকেছেন রাজা ইয়াং ডি-পার্তুয়ান আগং। এই সাক্ষাতকারে প্রধানমন্ত্রীর ভূমিকা কি হবে এবং পরবর্তীতে কিভাবে নতুন সরকার গঠন করা যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য এমন উদ্যোগ নিয়েছেন রাজা। রাজপ্রাসাদের কম্পট্রোলার আহমেদ ফাদিল শামসুদ্দিন মিডিয়ার সঙ্গে বিশেষ এক ব্রিফিংয়ে বলেছেন, সাক্ষাতকারে প্রতিজন এমপিকে ২ থেকে ৩ মিনিট সময় দেয়া হবে। সাক্ষাতকার শুরু হওয়ার কথা বিকেল আড়াইটায়। মালয়েশিয়ায় এই পদ্ধতি এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউ স্ট্রেইটস টাইমস। মিডিয়াকে তিনি আরো বলেছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ওই সাক্ষাতকার শেষ হতে পারে। ড. মাহাথির মোহাম্মদ সোমবার প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন। এর ফলে এমপিদেরকে ওই ব্যক্তিগত সাক্ষাতে ডাকা হয়েছে। আহমেদ ফাদিল বলেন, কেন্দ্রীয় সংবিধানের অনুচ্ছেদ ৪৩(২)-এর অধীনে এই সাক্ষাতকার গ্রহণ করা হবে। কোন সব এমপিকে সাক্ষাতকারে ডাকা হয়েছে? এমন প্রশ্নে তিনি বলেন, এসব এমপির নাম আমরা প্রকাশ করতে চাই না। সংশ্লিষ্ট এমপিদের এরই মধ্যে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, বাকি ১৩১ জন এমপিকেও বুধবার রাজা একই রকম সাক্ষাতকারে ডাকবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status