দেশ বিদেশ

চসিক নির্বাচন

মনোনয়ন না পেয়ে যুবদলের ৩০০ নেতাকর্মীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডের কোনোটিতেই নগর যুবদলের কাউকে কাউন্সিলর পদে মনোনয়ন দেয়া হয়নি। অথচ দলে অবদান নেই এমন অনেককে মনোনয়ন দেয়া হয়েছে। এতে ক্ষোভে ৩০০ নেতাকর্মী পদত্যাগ করেছেন। গতকাল বিকাল চারটায় ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন নগর যুবদলের সাংগঠনিক সমপাদক মো. এমদাদুল হক বাদশাহ। এমদাদুল হক বাদশাহ বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেওয়া হয় একেএম আরিফুল ইসলামকে। দলে তার কোনো অবদান নেই। দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করতে গিয়ে আমার বিরুদ্ধে ৩৯টি মামলা হয়েছে। কয়েকবার জেল খেটেছি। দুর্দিনে দলের জন্য এতো কিছু করার পরও আমি কাউন্সিলর পদে সমর্থন পাইনি। এভাবে নগরীর ৪১ ওয়ার্ডে নগর যুবদলের কাউকে এবার মনোনয়ন দেওয়া হয়নি। তাই কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানার ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের ৩০০ নেতাকর্মী নিয়ে দল থেকে পদত্যাগ করছি। সংবাদ সম্মেলনে পদত্যাগ করা ছাত্রদল ও যুবদলের উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন নগর যুবদলের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সমপাদক মো. কামাল উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মো. জিয়াউল হক মিন্টু, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সমপাদক মো. শেখ কামাল আলম ও সদস্য মো. সাব্বির ইসলাম ফারুক প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status