দেশ বিদেশ

লুকিয়ে বিয়ে

সিলেটে গ্রেপ্তার প্রবাসী সাইদুর

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১৮ পূর্বাহ্ন

 সিলেটে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার হলেন আমেরিকান প্রবাসী সাইদুর রহমান। প্রথম স্ত্রীর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তারের পর দ্বিতীয় হবু স্ত্রীর পিতাও তার বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। আলোচিত এ ঘটনাটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পৌর শহরে। গ্রেপ্তার হওয়া প্রবাসী সাইদুর রহমান সিলেটের হাউসা গ্রামের মো. ফয়জুর রহমানের ছেলে। পুলিশের ধারণা- সাইদুর রহমান বিয়ের নামে একাধিক ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে কিছু খবর এসেছে, এগুলো তদন্ত করা হচ্ছে। ২০১৯ সালে জগন্নাথপুর উপজেলার লামা রসুলগঞ্জ এলাকার লাউতলা গ্রামের কাচা মিয়ার মেয়ে সাহিনা আক্তার রুমিকে বিয়ে করেন হাউসা গ্রামের আমেরিকা প্রবাসী সাইদুর রহমান। বিয়ের পর থেকে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেন প্রবাসী সাইদুর। সমপ্রতি তার আরো কয়েকটি বিয়ের সংবাদ প্রথম স্ত্রী ও তার বাড়ির লোকজন জানতে পেরে চমকে ওঠেন। এ নিয়ে তারা খোঁজ নেয়া শুরু করেন। বিশ্বনাথের একাধিক ঘটনা তাদের কানে এসেছে। এই অবস্থায় গত রোববার হঠাৎ করে শুনতে পান গোলাপগঞ্জের পূর্ব ভাদেশ্বর গ্রামের মোবারক হোসেনের মেয়ের সঙ্গে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে সাইদুরের বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। বর সাইদুর রহমান শেরওয়ানি পরে বিয়ে করতে প্রস্তুতি শেষ করে ফেলেছেন। গাড়ি ও বাসরঘর সাজানো হয়েছে। বিয়ে করতে চলেও গেছেন চাইনিজ রেস্টুরেন্টে। এমনি সময় বাধা হয়ে দাঁড়ান প্রথম স্ত্রী সাহিনা আক্তার রুমি। তিনি খবর পেয়ে তাৎক্ষণিক সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি শুনানি শেষে বর সাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা নিয়ে রুমি যান পুলিশের কাছে। পুলিশ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আর প্রবাসী সাইদুর রহমান পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তোলপাড় শুরু হয়। স্থানীয়রা জানিয়েছেন- সাইদুর রহমান তার প্রথম স্ত্রী রুমিকে না জানিয়ে গোলাপগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাকারিয়া আহমদ পাপলুর বাসা ও পার্শ্ববর্তী খান কমপ্লেক্সের বাসায় ভাড়া থাকতেন। তার কয়েকজন ঘনিষ্ঠজন রয়েছেন তার সঙ্গে। আর ওখান থেকে তিনি নতুন করে বিয়ের কথা-বার্তা শুরু করেন। পুলিশ সাইদুর রহমানকে গ্রেপ্তার করার পর দ্বিতীয় বিয়ের কনের বাবা মোবারক হোসেন বিয়ে বাতিল করে জামাই সাইদুর রহমানের বিরুদ্ধে বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। আমেরিকা প্রবাসী বিয়ে পাগল সাইদুরের বিয়ে কাণ্ড ও গ্রেপ্তারের খবর শুনে উৎসুক জনতা থানায় ভিড় করেন। এদিকে- বিশ্বনাথের আরো দুটি পরিবার দাবি করেছে- সাইদুর তাদের মেয়েকে বিয়ের কথা বলে টাকা আত্মাৎ করেছে। দ্বিতীয় বিয়ের মেয়ের বাবা মোবারক হোসেন জানিয়েছেন- ‘সাইদুর রহমান আমাদের সঙ্গে প্রতারণা করে বিয়ের আগেই প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। রোববারের বিয়ে পণ্ড করে দিয়ে আমেরিকা প্রবাসী সাইদুর রহমানকে আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আগে জানতাম না যে, সে আরো বিয়ে করেছে। আমিও তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছি।’ এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আরো একটি এজাহার পেয়েছি। গতকাল সাইদুরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status