খেলা

সবাইকে ছাড়িয়ে মুশফিক

স্পোর্টস রিপোর্টার

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনি। সর্বাধিক ডাবল সেঞ্চুরির মালিকও বটে। এবার সে সংখ্যাটা আরও বাড়ালেন দেশের অন্যতম সেরা এ ব্যাটসম্যান মুশফিকুর রহীম। জিম্বাবুয়ের বিপক্ষে এদিন অসাধারণ ব্যাটিং করে তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। আর তাতে তামিম ইকবালকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের চূড়ায় পৌঁছেছেন এ ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগে দুই জনের মধ্যে ব্যবধান ছিল বেশ। কিন্তু ফিফটির আগে তামিম ইকবালের বিদায় আর মুশফিকুর রহীমের বড় ইনিংস মিলিয়ে হাতবদল হলো জায়গা। তামিমকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন মুশফিকের। এদিন শুরু থেকেই দারুণ ব্যাট করতে থাকেন মুশফিক। আগের দিনের ৩২ রান নিয়ে খেলতে নেমে সকালে ৯৫ বলে ফিফটি স্পর্শ করেন। এরপর ১৬০ বলে ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। আর ডাবল সেঞ্চুরির পথে ৩১৫টি বল মোকাবিলা করেন দেশসেরা এ ব্যাটসম্যান। সময়ের হিসেবে ৪৩৪ মিনিট মাঠে ছিলেন তিনি। আর নিজের এ ইনিংসটি ২৮টি চারের সাহায্যে সাজিয়েছেন। শেষ পর্যন্ত ২০৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক।
এ ম্যাচে নামার আগে তামিম ইকবালের চেয়ে ১৬৪ রানে পিছিয়ে ছিলেন মুশফিক। এই ইনিংসে ৪১ রান করে ব্যবধান ১৯৫ রানে নিয়ে যান তামিম। তবে ডাবল সেঞ্চুরি করেই তামিমকে টপকে যান মুশফিক। সিকান্দার রাজার বলে কাট করে পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের তৃতীয় ডাবলের দেখা পান লিটল মাস্টার। মুশফিক প্রথম ডাবলের দেখা পেয়েছিলেন শ্রীলঙ্কায়। গল টেস্টে ২০১৩ সালে করেন ঠিক ২০০ রান। পরে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই মিরপুরে অপরাজিত ২১৯ রানের ইনিংস উপহার দেন মুশফিক। গতকালের অপরাজিত ২০৩ রানের ইনিংসে টেস্টে এখন মুশফিকের সংগ্রহ ৪৪১৩ রান। ৭০ ম্যাচে ১৩০ ইনিংস খেলে এ রান করেছেন তিনি। সেঞ্চুরি মোট ৭টি। হাফসেঞ্চুরি আছে ২১টি। দ্বিতীয় স্থানে থাকা তামিমের সংগ্রহ ১১৫ ইনিংসে ৪৪০৫ রান। ভারত সফরের আগেই গ্লাভস ছেড়েছিলেন মুশফিক। এরপর তার ছন্দটা আরও বেড়ে যায়। ভারতে সব ব্যাটসম্যানই যখন হিমশিম খাচ্ছিলেন সেখানে একাই প্রতিরোধ গড়েছিলেন। দুই টেস্টেই পেয়েছিলেন ফিফটির দেখা। এর আগে ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার মাটিতে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছিলেন মুশফিক। এরপর অবশ্য সাকিব আল হাসান ও তামিম ইকবালও ডাবল হাঁকিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status