বিনোদন

বর্ণিল আয়োজনে ফকির আলমগীরের ৭০তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৭:২৮ পূর্বাহ্ন

গণসংগীতশিল্পী ফকির আলমগীর গত ২১শে ফেব্রুয়ারি অতিবাহিত করলেন ৭০তম জন্মবার্ষিকী, পা রাখলেন জীবনের ৭১তম বছরে। তার জন্মদিন উপলক্ষে তারই হাতে গড়া সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠীর আয়োজনে গেল রোববার অনুষ্ঠিত হলো বর্ণিল আয়োজন। সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আলোচনা, ফুলেল শুভেচ্ছা আর শিল্পীর একক সংগীত পরিবেশনা দিয়ে সাজানো হয় এ আয়োজন। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমামের সভাপতিত্বে এ আয়োজনে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কবি আজিজুর রহমান আজিজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শিল্পী বুলবুল মহলানবীশ, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ। আয়োজনে শিল্পী ফকির আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী সুরাইয়া আলমগীর। ১৯৫০ সালের ২১শে ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন ফকির আলমগীর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status