অনলাইন

সিরাজগঞ্জে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ১০:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সদরে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে রান্না ঘরে আগুন লেগে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক এ তথ্য জানিয়েছেন।  

দগ্ধরা হলেন, দুখিয়াবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ছানোয়ার মুন্সি (৬০), তার স্ত্রী নিলুফার খাতুন লিলি (৫৫) ছেলে ছাইদুল ইসলাম (৩৮), ছাইদুলের স্ত্রী নাজিরা খাতুন (৩৫), তার দেড় বছরের মেয়ে সুমাইয়া খাতুন ও ছাইদুলের আরেক ভাই মুকুল হোসেনের ছেলে মেহেদি হাসান (১০)।

উপ-সহকারী পরিচালক জানান, ছানোয়ার মুন্সির বসত (টিনের) ঘরের এক পাশে গ্যাস সিলিন্ডারে রান্নার কাজ চলছিলো। এসময় গ্যাস সরবরাহের জন্য ব্যবহৃত প্যালাস্টিটের পাইপ ছিদ্র হয়ে আগুনের সুত্রপাত যায়। একপর্যায়ে ঘরের একাংশে আগুন লেগে। এসময় শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হওয়ায় দুই নারী ও দুই  শিশুসহ ছয়জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন জানান, শিশু সুমাইয়ার বুকের কিছু অংশ ঝলছে গেছে। যে কারণে তাকে ঢাকায় পাঠানো হবে। বাকিদের তেমন ক্ষতি হয়নি। তাদের এই হাসপাতালেই চিকিৎসা দেয়া সম্ভব বলেও জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status