প্রথম পাতা

বিদেশ গমনে সতর্কতার পরামর্শ

করোনায় একের পর এক বন্ধ হচ্ছে আন্তর্জাতিক ইভেন্ট

ফরিদ উদ্দিন আহমেদ ও আলতাফ হোসাইন

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিস্তৃতি বাড়ায় বিদেশ ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সরকার। গতকাল রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা আইইডিসিআর এমন পরামর্শ দিয়ে জানিয়েছে, নতুন নতুন দেশে করোনা আক্রান্ত রোগী বাড়ায় এমন পরামর্শ দেয়া হচ্ছে । জরুরি প্রয়োজন ছাড়া আক্রান্ত রোগী আছে এমন দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, একান্তই এসব দেশ ভ্রমণ করতে হলে সতর্কতা অবলম্বন করতে হবে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তৃতি বাড়ায় দেশে পূর্ব নির্ধারিত বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট বাতিল হচ্ছে। চীনা প্রতিষ্ঠানগুলো ও উদ্যোক্তারা আসতে না পারায় একে একে বাতিল করা হচ্ছে এসব আন্তর্জাতিক প্রদর্শনী। ইতিমধ্যে ৭ টি প্রদর্শনী স্থগিত করা হয়েছে। এছাড়া আয়োজকদের এবছর বেশকিছু প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে, যার দিনক্ষণও ঠিক রয়েছে। কিন্তু প্রদর্শনীগুলোতে অনেকগুলো চীনা প্রতিষ্ঠানের থাকার কথা থাকলেও তারা থাকছে না। ফলে সেগুলোর বাস্তবায়ন নিয়ে শঙ্কায় রয়েছেন আয়োজকরা। প্রদর্শনীগুলো বাতিল হওয়ায় এর সঙ্গে সংশ্লিষ্ট খাতের বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজকদের মধ্যে সেমস গ্লোবাল অন্যতম। প্রতিবছর বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করে তারা। এবার প্রতিষ্ঠানটির এ পর্যন্ত তিনটি প্রদর্শনী স্থগিত হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ফেব্রিক শো, খাদ্যপণ্য এবং মেডিক্যাল ইকুইপমেন্ট ও হেলথ টুরিজমের প্রদর্শনী। চলতি মাস থেকে আগামী এপ্রিল নাগাদ এসব প্রদর্শনী হওয়ার কথা ছিল। এছাড়া মার্চ ও জুলাই মাসে প্রতিষ্ঠিানটির আরও কিছু প্রদর্শনীর তারিখ নির্ধারিত রয়েছে। এর মধ্যে রয়েছে, ঢাকা মটর শো, ঢাকা কমার্শিয়াল অটোমেটিভ, ঢাকা অটো পার্টস শো, ইন্টারন্যাশনাল ডেনিম শো এবং বাইক শোসহ আরও কিছু প্রদর্শনী। এই প্রদর্শনীগুলো বাস্তবায়ন নিয়েও কতটা বাস্তবায়ন করা যাবে তা নিয়ে রয়েছে শঙ্কা।
প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের প্রধান মেহেরুন এন ইসলাম জানান, তিনটি প্রদর্শনী স্থগিত হলেও মার্চে অনুষ্ঠিতব্য ঢাকা মোটর শো করার পরিকল্পনা রয়েছে। তবে সেখানেও চীনের কোন প্রতিষ্ঠান থাকছে না। প্রদর্শনীগুলো করতে না পারাটা কেবল প্রদর্শনীর লোকসানই নয়, হোটেল, বিমানসহ সংশ্লিষ্ট অন্য খাতেও বড় অঙ্কের লোকসান হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, মার্চ মাসের মধ্যে করোনা নিয়ন্ত্রণে না এলে বিরাট ক্ষতির মধ্যে পড়বে দেশের অর্থনীতি। এতে আমদানি-রপ্তানিতে যেমন প্রভাব পড়বে তেমনি পর্যটন ও চিকিৎসা সেবায়ও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে গত ১২ই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এর আয়োজনে ১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চীন ও তাইওয়ানের একটি প্রতিনিধি দল ওই মেলায় অংশ নেয়ার কথা ছিল। কিন্তু করোনারভাইরাসের কারণে তারা আসতে না পারায় প্রদর্শনীটি স্থগিত করা হয়। তৈরি প্লাস্টিক পণ্য কাঁচামাল, মেশিনারিজ ও প্রদর্শনের লক্ষ্যে মূলত এই মেলা প্রতিবছর অনুষ্ঠিত হয়। বিপিজিএমইএ এবং ইওরকার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড, তাইওয়ান-এর যৌথ উদ্যোগে এই প্লাস্টিক ফেয়ার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বিষয়ে বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে চীন ও তাইওয়ানের প্রতিনিধি দল আসতে না পারায় এই প্রদর্শনীটি স্থগিত করা হয়েছে। আগামী ৪ঠা জুন পুনরায় এই প্রদর্শনীটির দিন ঠিক করা হয়েছে। তবে প্রদর্শনীটি বাস্তবায়ন হবে কি-না তা নিয়ে আশঙ্কা রয়েছে।
এদিকে টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ এর দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় প্রদর্শনীটি গত ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিলো। বাংলাদেশ টেক্সটাইল মিল্‌স অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) এটি আয়োজন করে থাকে। ওই প্রদর্শনীটিও আপাতত বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিটিএমএ। প্রদর্শনীতে ৩৬টি দেশের ১ হাজার ৬৫০টি প্রতিষ্ঠানের অংশ নেয়ার কথা ছিল। প্রতিবছর এতে অংশ নেয় চীনের প্রায় ৩০০ প্রতিষ্ঠান।
প্রতিবছর স্মার্টফোন ও ল্যাপটপের বিক্রয় ও প্রদর্শনী মেলার আয়োজন করে থাকে এক্সপো মেকার নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার তারা কোন প্রদর্শনীর আয়োজন করছে না। তাদের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে ২০১৯ এর প্রদর্শনী সংক্রান্ত নানা তথ্য দেয়া আছে। কিন্তু দেখা যায়, এবার তাদের কোন প্রকার কার্যক্রম নেই। এমনকি গণমাধ্যমের চোখ এড়াতে তারা তাদের ফোন নাম্বারগুলোও বন্ধ রেখেছে।
করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতির কারণ দেখিয়ে ৫ম আহকাব আন্তর্জাতিক মেলা ২০২০ স্থগিত করেছে এনিমেল হেলথ কোম্পানীজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (আহকাব)। সংগঠনের সভাপতি ডা. নজরুল ইসলাম ও মহাসচিব ডা. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। আগামী ১২-১৪ মার্চ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরাতে এই মেলা অনুষ্ঠিত হওয়ায় কথা ছিলো। এদিকে এশিয়ার ফার্মা এক্সপো, অগ্নিনির্বাপণ সামগ্রীর প্রদর্শনীসহ অনেকগুলো প্রদর্শনীর তারিখ নির্ধারণ রয়েছে। কিন্তু সেখানে চীনের কোন প্রতিষ্ঠান থাকছে না। ফলে সেগুলো বাস্তবায়ন নিয়ে যেমন শঙ্কা রয়েছে তেমনি এতে আর্থিক বড় ক্ষতির আশঙ্কাও রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status