দেশ বিদেশ

ঢাকা-১০ উপনির্বাচন: যাচাই বাছাই শেষে ৬ প্রার্থীই বৈধ

স্টাফ রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৯:২৫ পূর্বাহ্ন

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ছয় প্রার্থীকেই যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে প্রার্থীদের উপস্থিতিতে এ বৈধতা ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থীরা হলেন আওয়াগী লীগের মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম। রিটার্নিং কর্মকর্তা বলেন, এই আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের সবাইকে আপতত বৈধ বলে ঘোষণা করিলাম। শাহাতাব উদ্দিন বলেন, কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্রে ছোটখাট ভুল আছে। আমাদের অফিসে এখনই বসব। সেখানে ঠিক করা হবে। বিকাল ৫টার দিকে বৈধদের তালিকা প্রকাশ করব। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২৩শে ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯শে ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণের দিন ২১শে মার্চ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status