বিনোদন

হয়ে গেল প্রযোজক পরিবেশক সমিতির পারিবারিক আনন্দমেলা

স্টাফ রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৮:৩৩ পূর্বাহ্ন

সাভার আর্মি ডেইরি ফার্ম পিকনিক স্পটে শনিবার হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির দিনব্যাপী বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা। অনুষ্ঠানের শুরুতে বাচ্চাদের দৌড়সহ নানা ধরনের খেলার পাশাপাশি পরিচালক সমিতির সঙ্গে প্রযোজক পরিবেশক সমিতির ক্রিকেট ম্যাচটি ছিল বেশ উপভোগ্য। এ ম্যাচে জয়ী হয় চলচ্চিত্র পরিচালক সমিতি। এদিকে মিলনমেলায় দুপুরের পর সোহেল রানা, ফারুক, ডিপজল, অমিত হাসান, ওমর সানী, মিশা সওদাগর, শাকিব খান, রোজিনা, অঞ্জনা, মৌসুমী, শিল্পী, পপি, পলি, অনন্ত জলিল, বর্ষা, ববি, জায়েদ খান, নিরব, সাইমন সাদিক, নাদিম, জয়, আঁচল, বিপাশা কবির, পূজা চেরীসহ অনেক তারকারা উপস্থিত হন। অনুষ্ঠানের একটি পর্বে মঞ্চে দাঁড়িয়ে সোহেল রানা বলেন, চলচ্চিত্রে যারা এই মুহূর্তে নেতৃত্বে আছেন তারা সব বিভেদ ভুলে যান। চলচ্চিত্রের উন্নয়নে যদি আবারো আমাদের রাস্তায় নামতে হয়, তাহলে  নামবো। যতক্ষণ জীবিত আছি, চলচ্চিত্রের স্বার্থে কাজ করে যাব। ফারুক বলেন, চলচ্চিত্রের এই দুঃসময়ে শাকিব কিছুটা হলেও জাগ্রত  রেখেছেন। আশা করবো তার সঙ্গে অন্যরা জোট বেঁধে কাজ করলে চলচ্চিত্রের দূরাবস্থা কেটে যাবে। প্রযোজক পরিবেশক সমিতির পক্ষে নাসিরউদ্দিন দিলু, মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম খসরু, শামসুল আলম, ইকবাল, হিমেল, কিবরিয়া লিপু, মেহেদী সিদ্দিকী মনিরসহ অনেকে পিকনিকে উপস্থিত ছিলেন। পরিচালক সমিতির পক্ষে ছটকু আহমেদ, শাহ আলম কিরণ, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, শাহীন সুমন, মোহাম্মদ হোসেন জেমী, অপূর্ব রানা, সৈকত নাসিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status