বাংলারজমিন

ঘাটাইলে প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে সুইডিশ প্রতিনিধিদল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৭:৫৮ পূর্বাহ্ন

ঘাটাইল উপজেলায়  রোববার অটিস্টিক ও প্রতিবন্ধীদের বাস্তব চিত্র সরাসরি পর্যবেক্ষণের জন্য শাহাপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত সুইডিস সরকারের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সঙ্গে প্রধান অতিথি হিসাবে পর্যবেক্ষণ করেন টাঙ্গাইল-৩, ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা। প্রতিনিধি দলে বিদেশী পর্যবেক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন গর্মিলাপিটারসন, বারবারা এস ও বাংলাদেশী নাগরিক ও দোভাষি তানজিন হায়দার, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন, ২নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দর আলী, পৌর কমিশনার মো. শাহীন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও ঘাটাইল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোতাহার আলী মিয়া প্রমুখ। এ সময় তাদের বিদ্যালয়ে আগমন উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ বর্ণিল সাজে সজ্জিত করেন স্কুল ক্যাম্পাস ও এর আঙ্গিনা চত্বর। বিদ্যালয়ের আঙ্গিনায় মহান ভাষা শহীদের স্মরণে নির্মাণ করা হয় অস্থায়ী শহিদ মিনার। ওই স্কুলের  ৫ম শ্রেণির ছাত্র মো. আজাদ মিয়ার কলাগাছ ও বাঁশ দিয়ে তৈরি করা অস্থায়ী শহীদ মিনারটি গোটা উপজেলা জুড়ে আলোচিত হয় এবং তার এই অসাধারণ প্রতিভা দেখে আগত দেশী-বিদেশী নাগরিকরা ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষ ঘুরে দেখেন, প্রতিবন্ধীদের সাথে আদো আদো বাংলায় কথা বলে খুজ খবর নেন, ছবি উঠেন এবং প্রতিবন্ধীদের কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান রানা অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানিয়ে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এ সব অটিস্টিক প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় বিদেশী নাগরিকদের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সাবেক সংসদ আমানুর রহমান খান রানা বলেন, আমি দেরিতে হলেও প্রতিবন্ধী এ সব অসহায় মানুষের কল্যাণে পাশে থাকতে পেরে নিজেকে ধন্যমনে করছি। আমি অত্র বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ বেশ কিছু অনুদান ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। আমার এই প্রচেষ্টা চলমান রয়েছে এবং সব সময় থাকবে। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যাক স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও উৎসুক জনতা উপস্থিত হয়ে বিদেশী নাগরীকদের স্বাগতম জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status