বাংলারজমিন

অসুস্থ ও প্রয়াত নেতাদের পরিবারের পাশে বকুল

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৭:২৯ পূর্বাহ্ন

খুলনা-৩ আসনের খালিশপুর ও দৌলতপুর থানার অসুস্থ ও প্রয়াত নেতাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রনেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল। গতকাল দুপুর ১২টায় তিনি দৌলতপুর থানার ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্যান্সার আক্রান্ত জাহিদ হোসেন উকিলের বাসায় যান এবং তার ক্যান্সার চিকিৎসার যাবতীয় ব্যয়ের দায়িত্ব গ্রহণ করেন। তিনি জাহিদ হোসেন উকিলের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। এরপর তিনি দৌলতপুর থানার প্রবীণ বিএনপি নেতা অসুস্থ মো. নাসিরউদ্দীনকে দেখতে তার বাসায় যান এবং তার চলাচলের সুবিধার জন্য তিনি একটি হুইল চেয়ার প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। তিনি মৃত শহীদুল ইসলাম রুমীর পরিবারের সাথে সাক্ষাত করেন এবং তাদের যে কোন সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, সিরাজুল হক নান্নু, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, শেখ আনসার আলি, কাজী নেহিবুল হাসান নেহিম, আরমান হোসেন, মাসুদুর রহমান রানা, রিয়াজ শাহেদ, এম এম জসিম, মিলু খান, আল আমিন রতন, ওয়ালিদ শোভন, সাথী আমিন, শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, কাকলী বেগম, মো. মৃদুল, মো. হাসান প্রমুখ। আসরবাদ তিনি সরকারি  হাজী মুহাম্মদ মুহসীন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইফুল ইসলাম শিমুলের বড় ভাইয়ের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদের সমবেদনা জ্ঞাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত, মীর কায়ছেদ আলি, স ম আব্দুর রহমান, সিরাজুল হক নান্নু, শফিকুল আলম তুহিন, শেখ সাদী, আব্দুল আজিজ সুমন, এইচ এম আবু সালেক, কালু কোরাইশী, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মেহেদী মাসুদ সেন্টু, মো. জাহিদুল ইসলাম, কাজী ফজলুল কবির টিটো, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, কাজী নেহিবুল হাসান নেহিম, রবিউল ইসলাম রুবেল, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, সত্যানন্দ দত্ত, তাজিম বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার জুম্মাবাদ তিনি খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম কাজী সেকেন্দার আলি ডালিমের কবর জিয়ারত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status