শিক্ষাঙ্গন

সাংবাদিক হেনস্তার দায়ে ছাত্রলীগ কর্মী বহিষ্কার

চবি প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৪:৫৩ পূর্বাহ্ন

বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  সাংবাদিক হেনস্তার দায়ে এক ছাত্রলীগ কর্মীকে ৩ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিস্কৃত ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয় ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের উপপক্ষ সিক্সটি নাইনের কর্মী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচত। রোববার (২৩শে ফেব্রুয়ারি) দুপুরে তাকে বহিষ্কার করা হলেও তা গত ১৭ই ফেব্রুয়ারি থেকে চলমান থাকবে বলে জানা যায়।

চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান জানান, ভিসি’র নির্বাহী ক্ষমতাবলে বোর্ড অব হেলথ অ্যান্ড রেসিডেন্সের সভার রিপোর্ট অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সহনশীল হওয়া উচিত। একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

প্রসঙ্গত,গত ১১ই ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার প্রতিনিধি জোবায়ের চৌধুরীকে হেনস্তার অভিযোগ ওঠে জুনায়েদ হোসেন জয়ের  বিরুদ্ধে।

ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ১২ই ফেব্রুয়ারি সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলে ওইদিনই অভিযুক্তকে শোকজ করা হয়।

এছাড়া ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায়  গত ১৩ই ফেব্রুয়ারী এক প্রেস বিজ্ঞপ্তিতে  শাখা ছাত্রলীগের  পক্ষ  থেকে দুঃখ প্রকাশ প্রকাশ করা হয় এবং অভিযুক্ত কর্মী জয়কে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়।।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status