বাংলারজমিন

রংপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

রংপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কাসপার্টি, রংপুর প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতি সংগঠনের নেতৃবৃন্দরা। এ ছাড়া গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
 দিবসকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা, শিশুদের চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, সুবিধা বঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগ শহীদ দিবসকে ঘিরে নানা কর্মসূচি পালিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status