অনলাইন

শরীয়তপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতাসহ নিহত ২

শরীয়তপুর প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১২:১০ অপরাহ্ন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগের নেতাসহ দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের সাইক্ষ্যা ব্রিজের ওপরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- রিবল মাহমুদ খান রাজ (২৩) উপজেলার কোদালপুর ইউনিয়নের বুলু সরদারপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মো. বাচ্চু খানের ছেলে। তিনি কোদালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সরকারি সামসুর রহমান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও মো. সাইফুল ইসলাম (১৯) কোদালপুর বেপারীপাড়া গ্রামের হাবি বেপারীর ছেলে। তিনি একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
আর আহত- সিয়াম সরদার (২০) বুলু সরদারপাড়া গ্রামের মো. কাঞ্চন সরদারের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী ।
পুলিশ, স্থানীয় ও নিহতর পরিবার সূত্র জানায়, গোসাইরহাট উপজেলার কোদালপুর এলাকা থেকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোদালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিবল মাহমুদ খান রাজের নের্তৃত্বে তিনটি মটরসাইকেল নিয়ে ৯জন বন্ধু ও এলাকার ছোট ভাইরা কুচাইপট্রি ঘুরতে যায় । রাত ১০টার দিকে কুচাইপট্রি থেকে আসার পথে কুচাইপট্রি-গোসাইরহাট ইউনিয়ন সড়কে অবস্থিত সাইক্ষ্যা ব্রিজের ওপর পৌঁছলে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পরে গিয়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে রিবল মাহমুদ খান রাজ ও মো. সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর আহত সিয়াম সরদারের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। সিয়াম সরদার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা যায়।
রিবল মাহমুদ খান রাজের বন্ধু সালমান হোসেন সাগর জানান, তিনটি মটরসাইকেল নিয়ে কুচাইপট্রি ঘুরতে যায় তারা। আসার সময় দুইটি মটরসাইকেল আগে চলে যায়। আর রিবলের মটরসাইকেল পেছনে ছিল। তবে গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেল নিয়ে তারা তিনজন পরে যায়। আমার প্রিয় বন্ধুটিকে হারালাম। কেউ যেন বেশি গতিতে মটরসাইকেল না চালায়। এটা আমার অনুরোধ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status