দেশ বিদেশ

চসিক নির্বাচন

কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনীত যারা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৯:১২ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
ওইদিন রাতে দলটির দপ্তর সমপাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চসিকের কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, এক নম্বর (পাহাড়তলী) ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মো. শফিউল আজিম, দুই নম্বর (জালালাবাদ) ওয়ার্ডে নগর যুবলীগের সদস্য মোহাম্মদ ইব্রাহিম, তিন নম্বর (পাঁচলাইশ) ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কফিল উদ্দিন খান, চার নম্বর (চান্দগাঁও) ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ, পাঁচ নম্বর (মোহরা) ওয়ার্ডে মহানগর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সমপাদক মো. কাজী নুরুল আমিন, ছয় নম্বর (পূর্ব ষোলশহর) ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এম আশরাফুল আলম, সাত নম্বর (পশ্চিম ষোলশহর) ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মোবারক আলী, আট নম্বর (শুলকবহর) ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মোরশেদ আলম, নয় নম্বর (উত্তর পাহাড়তলী) ওয়ার্ডে পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়া, ১০ নম্বর (উত্তর কাট্টলী) ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, ১১ নম্বর (দক্ষিণ কাট্টলী) ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল, ১২ নম্বর (সরাইপাড়া) ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. নুরুল আমিন, ১৩ নম্বর ওয়ার্ড (পাহাড়তলী) মহানগর যুবলীগের সদস্য মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ড (লালখান বাজার) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হাসনাত মো. বেলাল, ১৫ নম্বর ওয়ার্ডে (বাগমনিরাম) বর্তমান কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ডে (চকবাজার) বর্তমান কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর ওয়ার্ডে (পশ্চিম বাকলিয়া) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সমপাদক মোহাম্মদ শহিদুল আলম, ১৮ নম্বর ওয়ার্ডে (পূর্ব বাকলিয়া) বর্তমান কাউন্সিলর মো. হারুন অর রশিদ, ১৯ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ বাকলিয়া) ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. নূরুল আলম, ২০ নম্বর ওয়ার্ডে (দেওয়ান বাজার) বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর ওয়ার্ডে (জামালখান) বতর্মান কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ২২ নম্বর ওয়ার্ডে (এনায়েতবাজার) বর্তমান কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ, ২৩ নম্বর ওয়ার্ডে (উত্তর পাঠানটুলি) বর্তমান কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে (উত্তর আগ্রাবাদ) বর্তমান কাউন্সিলর নাজমুল হক, ২৫ নম্বর ওয়ার্ডে (রামপুর) ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর লিটন, ২৬ নম্বর ওয়ার্ডে (উত্তর হালিশহর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সমপাদক মোহাম্মদ হোসেন, ২৭ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ আগ্রাবাদ) ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সমপাদক মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ডে (পাঠানটুলি) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর ওয়ার্ডে (পশ্চিম মাদারবাড়ী) বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর ওয়ার্ডে (পূর্ব মাদারবাড়ী) ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সমপাদক আতাউল্লাহ চৌধুরী, ৩১ নম্বর ওয়ার্ডে (আলকরণ) ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আবদুস সালাম, ৩২ নম্বর ওয়ার্ডে (আন্দরকিল্লা) বর্তমান কাউন্সিলর জহর লাল হাজারী, ৩৩ নম্বর ওয়ার্ডে (ফিরিঙ্গী বাজার) মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সমপাদক মোহাম্মদ সালাহউদ্দিন, ৩৪ নম্বর ওয়ার্ডে (পাথরঘাটা) ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য পুলক খাস্তগীর, ৩৫ নম্বর ওয়ার্ডে (বক্সির হাট) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হাজী নুরুল হক, ৩৫ নম্বর ওয়ার্ডে (গোসাইল ডাঙ্গা) বর্তমান কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩৭ নম্বর ওয়ার্ডে (উ. ম. হালিশহর) ওয়ার্ড আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ, ৩৮ নম্বর ওয়ার্ডে (দ. ম. হালিশহর) বর্তমান কাউন্সিলর গোলাম মো. চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ হালিশহর) বর্তমান কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে (উত্তর পতেঙ্গা) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক, ৪১ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ পতেঙ্গা) বর্তমান কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী।
সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর প্রার্থীও মনোনয়ন পেয়েছেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিল সৈয়দা কাশপিয়া নাহরিন, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম, ৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য তছলিমা বেগম (নুরজাহান), ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে ২১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সদস্য শিউলি দে, ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে ১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া মহিলা আওয়ামী লীগের সদস্য শাহীন আকতার রোজী, ১৬, ২০ ও ৩২ নম্বর লীগ ওয়ার্ডে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সমপাদিকা রুমকি সেনগুপ্ত ২২, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নীলু নাগ, ১২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ২৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য মিসেস নুর আক্তার (প্রমা), ১১, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সমপাদক হুরে আরা বেগম, ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডে ইউনিট আওয়ামী লীগের মহিলা বিষয়ক সমপাদিকা জিন্নাত আরা বেগম, ২৭, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আফরোজা জহুর (আফরোজা কালাম), ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহানুর বেগম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status