খেলা

বাফুফে নির্বাচন

সালাউদ্দিনের বিপক্ষে দাঁড়াবেন বাদল রায়

স্পোর্টস রিপোর্টার

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন না তরফদার মো: রুহুল  আমিন। তবে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে দিতে চান না বর্তমান সহ-সভাপতি বাদল রায়। বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমান কমিটিতে থাকলেও বাদল রায় দীর্ঘদিন ধরে সালাউদ্দিনের বিরুদ্ধে কথা বলে  আসছেন। ফুটবলের সংকটময় মুহূর্তে সব সময় তিনি এগিয়ে এসেছেন জানিয়ে বাদল বলেছেন, ‘আমি সব সময় ফুটবলের সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছি। এবারও মনে করছি ফুটবলে খারাপ সময় যাচ্ছে। তাই নিজের তাগিদ থেকেই আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করতে চাই। তবে কেউ যদি সালাউদ্দিন ভাইয়ের বিপক্ষে নির্বাচনে না দাঁড়ায় সেক্ষেত্রেই আমি দাঁড়াবো। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে দেবো না।’ বাদল রায় বলেন, ‘সালাউদ্দিন ভাইয়ের বিপক্ষে কেউ না কেউ দাঁড়াবে। নিশ্চয় আমার মতো কেউ এগিয়ে আসবে। ফুটবলকে বাঁচাবে। তা নাহলে আমিই করবো নির্বাচন।’
বাদল রায় শারীরিকভাবে অসুস্থ। বছর দু-এক আগে মৃত্যুর হাত থেকে বেঁচে আসেন তিনি। তবু ফুটবলের নেশা ছাড়তে পারেননি। নিজেই বলেন, ‘ ফুটবল রক্তে মিশে গেছে। কোনোভাবেই তা থেকে মুক্তি পাচ্ছি না। তাই অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। এই লড়াই চলবে। আজ সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণার মাধ্যমে নতুন যাত্রা শুরু করলাম আমি।’

আকস্মিক আহ্বান করা সংবাদ সম্মেলনে বাদল রায় বলেন, ‘আমি নতুন জীবন নিয়ে এসেছি। এ অবস্থায় ফুটবলের উন্নয়নে কাজ করার চেষ্টা করি। ভালো খারাপ- সব সময়ই থাকি। সাফ ফুটবলে তার প্রমাণও আছে। প্রতিবাদ করতেই আমার জন্ম। ফুটবলের খারাপ কিছু আমার সহ্য হয় না। কী পেলাম? কাজে ফিরতে চাইলাম। ৩৮০ উপজেলায় হান্টিং করলাম। পরিকল্পনা নিলাম। বহুবার বসতে বলেছি সালাউদ্দিন ভাইকে। একাডেমি আমার প্রস্তাব ছিল। তৈরিও করেছিলাম। দুঃখ লাগে, সেটা হারালাম। সিলেটে অনূর্ধ্ব-১৬ দল চ্যাম্পিয়ন হলো। সবাই পরে হারিয়ে গেল। কাজী সালাউদ্দিনের সাংগঠনিক দক্ষতা একেবারেই নেই। তিনি শুধু চেয়ারটা উপভোগ করছেন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status