খেলা

কুৎসা রটনার খবরে বিস্মিত মেসি

স্পোর্টস ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৫৮ পূর্বাহ্ন

বার্সেলোনার স্যোশাল মিডিয়া স্ক্যান্ডাল নিয়ে তোলপাড় চলছে স্পেনের ফুটবল অঙ্গনে। কাতালান সংবাদমাধ্যম কে থি জোগাসের এক প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা নাকি এক জনসংযোগ প্রতিষ্ঠানকে ভাড়া করেছিলেন। আইথ্রি নামের সে প্রতিষ্ঠানের কাজ ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসিসহ দলের বর্তমান সাবেক খেলোয়াদের বিরুদ্ধে কুৎসা রটানো। অন্যদিকে সভাপতি হোসে মারিয়া বার্তোমেউয়ের ভাবমূর্তি উজ্জ্বল করা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর কাছে বার্সার স্যোশাল মিডিয়া স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন মেসি।

মেসি এরই মধ্যে বেশ কয়েকবার জানিয়েছেন, তিনি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চান। সেই বার্সা কিনা তার বিরুদ্ধে লেগেছে- এমন খবরে রীতিমত বিস্মিত আর্জেন্টাইন সুপারস্টার। মুন্দো দেপোর্তিভোকে মেসি বলেন, ‘এটা জেনে বিস্মিত হয়েছি। কারণ আমি এখানে ছিলাম না, সফরে ছিলাম। ফেরার পর আমি এ ব্যাপারে কিছু জানতে পারি। সভাপতি সবার সামনে বলা কথাগুলোই আমাদের বলেছেন। কেমন অবস্থা ছিল, এখন চলছে এসব আরকি। আমি বেশি কিছু বলতে পারবো না। সংবাদ সম্মেলন থেকে অধিনায়ককেও একই কথা বলেছেন তিনি। এমন কিছু ঘটা সত্যি অদ্ভুত। তবে এর প্রমাণ আছে, এমন কথাও বলা হয়েছে। এখন সত্য-মিথ্যা জানার অপেক্ষা করতে হবে। এ নিয়ে আর বেশি কিছু বলতে পারছি না।’

বার্সা গত সোমবার এক বিবৃতিতে জানায়, প্রচারণার জন্য আইথ্রি কোম্পানিকে ভাড়া করেছিল তারা। তবে কুৎসা রটানোর বিষয়টি অস্বীকার করে কাতালান ক্লাবটি। সভাপতি বার্তোমেউ বলেন, ‘বার্সা কখনোই কোনো খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, রাজনীতিবিদ, ম্যানেজার, সভাপতি কিংবা সাবেক সভাপতির বদনাম করতে কোনো প্রতিষ্ঠানকে ভাড়া করেনি। এ অভিযোগ একেবারেই মিথ্যা।’

লা লিগায় টানা চার ম্যাচে গোল পাননি মেসি। এ নিয়ে কিছুটা উদ্বিগ্ন বার্সা ভক্তরা। কারণ আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে মাঠে নামবে কাতালান জায়ান্টরা। নিজের শারীরিক অবস্থা ও গোলখরার প্রসঙ্গে মেসি বলেন, ‘শারীরিকভাবে আমি স্বস্তি অনুভব করছি। গোলটা হয়তো এখন কম হচ্ছে; কিন্তু শারীরিকভাবে আমি ভালো অবস্থায় আছি।’ আগামী ২৫শে ফেব্রুয়ারি নাপোলির মাঠে খেলতে নামবে বার্সা।

 এর আগে ঘরের মাঠে লা লিগার ম্যাচে এইবারের মুখোমুখি হবে তারা।
ম্যান সিটির ব্যান এবং দলের খেলোয়াড়দের ভবিষ্যত নিয়েও কথা বলেছেন মেসি। তিনি বলেন, এইরকম ঘটনা সত্যি অবাক হওয়ার মতো বিষয়। তারা অনেক শক্তিশালি। ম্যানসিটিকে চ্যাম্পিয়ন্স লীগে না দেখাটা বিরল ঘটনা। তারা যদি চ্যাম্পিয়ন্স লীগ খেলতে না পারে অনেক প্লেয়ার হয়তো দল ছাড়বে। হয়তো নাও ছাড়তে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status