অনলাইন

করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহ করে যাত্রীর গোপন তথ্য প্রকাশে আইইডিসিআর’র উদ্বেগ

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:৪০ পূর্বাহ্ন

বিদেশ ফেরত যাত্রীকে করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ সন্দেহ করে তার গোপনীয়তা লংঘন করা অপরাধ বলে মনে করছে আইইডিসিআর। আজ সন্ধ্যায় পাাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উদ্বেগের সঙ্গে বলেছেন, কোন এক স্থল বন্দরে দায়িত্বরত একজন কর্মকর্তা (স্বাস্থ্য বিভাগ নয়) বিদেশ থেকে আগত একজন যাত্রীকে কভিড-১৯ সংক্রমিত সন্দেহ করে তার ব্যক্তিগত পরিচয় সামাজিক মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। এ ধরণের অপেশাদার আচরণ শুধু নৈতিকতা বিরোধীই নয়, সংবেদনশীল সরকারি তথ্যের গোপনীয়তা লংঘন সংক্রান্ত সরকারি চাকরি বিধির লংঘন করেছেন। কোন ব্যক্তি করোনা ভাইরাস বা কভিড-১৯-এ সংক্রমিত কিনা তা নিশ্চিত করার ও প্রকাশ করার সরকার নির্ধারিত প্রতিষ্ঠান হচ্ছে আইইডিসিআর। সংশ্লিষ্ট সকলকে আমরা এ বিষয়টি আবারো মনে করিয়ে দিচ্ছি। তিনি আরো  উল্লেখ করে বলেন, সীমান্ত বন্দরসমূহসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থান থেকে শনাক্তকৃত সন্দেহভাজন করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তিদের ল্যাবরেটরি পরীক্ষার ফলাফল তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে আইইডিসিআর  প্রতিদিন সংবাদ সম্মেলন ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে আসছে। করোনা শনাক্তের জন্য সকল পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা তথা সর্বস্তরের জনসাধারণের সক্রিয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভুল পদ্ধতিতে সহযোগিতা করতে গেলে তা শনাক্তকরণ প্রক্রিয়াকেই বিপন্ন করবে, করোনা ভাইরাস সন্দেহভাজন ব্যক্তি নিজের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা বিপন্ন হবার ভয়ে তার তথ্য ও অবস্থান গোপন করতে পারেন। এ ধরণের বিপজ্জনক পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে ধৈর্যশীল ও শান্ত পরিবেশে পেশাগত দক্ষতা ও আন্তরিকতা দিয়ে স্ব স্ব দায়িত্ব পালনের আহবান জানানো হয়। যে কোন জিজ্ঞাসা আইইডিসিআর কভিড-১৯ নিয়ন্ত্রণ কক্ষ কিংবা স্থানীয় সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে জেনে নিতে অনুরোধ জানিয়েছে সংস্থাটির পরিচালক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status