বিনোদন

ছোট পর্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:০৪ পূর্বাহ্ন

চ্যানেল আইতে ‘রাত জাগানিয়া’
চ্যানেল আই প্রচার করবে বিশেষ নাটক ‘রাত জাগানিয়া’। পান্থ শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। এ নাটকে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা ও শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে। গল্পে দেখা যাবে, কলেজ পাস করে ছাত্র-ছাত্রীরা সবাই বেরিয়ে গেছে। কিন্তু ,একা রয়ে গেছেন আজমল। তার খুব শখ ছিলো সাহিত্য রচনা করবেন। কিন্তু তা হয়ে না উঠলেও এসব ভাবতে ভাবতে বিয়ের বয়সটাই পার হয়ে যায় তার। তবুও সে কলেজ ছাড়তে পারে না। শেষ কালে কলেজের কলিগরা ধরে বেধে বিয়ের পিড়িতে বসিয়েছিলো একটু বয়স কালে। একই কলেজের যুক্তিবিদ্যার অধ্যাপক মাজিদ সাহেবের বোনের সঙ্গে  বিয়ে হয় তার। এরপর গল্প মোড় নেয় নতুন দিকে। নাটকটি প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

এনটিভিতে ‘লাল রঙের গল্প’
এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে একুশের বিশেষ নাটক ‘লাল রঙের গল্প’। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, মনির জামান, শারমিন আক্তার, খন্দকার হিমেল, কাব্য প্রমুখ।

বাংলাভিশনে ‘ভুল গল্প’
বিশেষ নাটক ‘ভুল গল্প’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫মিনিটে। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন, এ.কে. আজাদ সেতু, নিকুল কুমার মন্ডল প্রমুখ।

মাছরাঙা টেলিভিশনে ‘শিকড়’
মাছরাঙা টেলিভিশনে রাত ৯ টায় রয়েছে বিশেষ নাটক ‘শিকড়’। শামীম আহমেদ রনির পরিচালনায় এতে অভিনয় করেছেন মাজনুন মিজান, দীপা খন্দকার, মামুনুর রশীদ, গাজী রাকায়েত, রোকেয়া প্রাচী প্রমুখ।

বৈশাখী টেলিভিশনে  ‘মিউজিক ট্রেন’
প্রতি শুক্রবার রাত সাড়ে ৯ টায় প্রচার হয় বৈশাখী টেলিভিশনের  মিউজিক্যাল শো রিদিসা চকো ফান বিস্কিটস ‘মিউজিক ট্রেন’। তাসনুভা মোহনার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্‌ আলম। অনুষ্ঠানে অন্য আইটেমের সঙ্গে আজ প্রচার হবে ১২টি ভাষায় গাওয়া ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’ গান। অংশ নেবেন বাংলাদেশসহ নানা দেশের জনপ্রিয় সব শিল্পী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্‌ আলম।

দীপ্ত টিভিতে বিশেষ মর্নিং শো
দীপ্ত টিভিতে সকাল ৭টায় সরাসরি প্রচার হবে বিশেষ মর্নিং শো ‘দীপ্ত প্রভাতী’। আজকের পর্বে দেশের গান নিয়ে থাকছেন ইসমত আরা ইভা এবং কবিতা আবৃত্তি করবেন বাচিক শিল্পী সামিউল ইসলাম পোলক। উপস্থাপনায় আছেন ত্রয়ী ইসলাম। প্রযোজনা করেছেন সাইফুর রহমান সুজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status