খেলা

ক্রিকেটীয় কর্মকাণ্ডে নিষিদ্ধ উমর আকমল

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১২:৩২ অপরাহ্ন

সব ধরণের ক্রিকেটীয় কর্মকাণ্ডে উমর আকমলকে নিষিদ্ধ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পিসিবি নিশ্চিত করেছে বিষয়টি। অ্যান্টি-করাপশন কোড ৪.৭.১ এর অধীনে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বিরুদ্ধে তদন্ত করছে বোর্ডের দুর্নীতি বিরোধী ইউনিট। তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার পর্যন্ত নিষিদ্ধ থাকবেন উমর।
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে আজ উমর আকমলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। নিষিদ্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই খেলছেন না তিনি। পিসিবি এরই মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোয়েটাকে উমরের বিকল্প খেলোয়াড় নেয়ার অনুমতি দিয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগেও বেশ কয়েকবার উমরকে শাস্তি দেয় পিসিবি। কিছুদিন আগে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে ট্রেইনারের সঙ্গে ঝগড়া করেন উমর আকমল। পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status