বিশ্বজমিন

২৫০ কোটি ডলারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে হেলিকপ্টার কিনবে ভারত

মানবজমিন ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১২:০৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫০ কোটি ডলার মূল্যের ২৪টি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার কিনবে ভারত। আগামী ২৪শে ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার এ সফরকে সামনে রেখে ওই হেলিকপ্টার কেনার সিদ্ধান্তকে ক্লিয়ারেন্স দিয়েছে ভারতের কেবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস)। এর প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব হেলিকপ্টার কেনা হবে ভারতের নৌবাহিনীর জন্য। এসব হেলিকপ্টার এন্টি-সাবমেরিন ও এন্টি শিপ বৈশিষ্টসম্পন্ন। সরকারের একজন সিনিয়র কর্মকর্তা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়েছে, হেলিকপ্টার কেনা নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের দু’দিনের ভারত সফরের সময়। এ সময়ে তার সফরে যাওয়ার কথা রয়েছে আহমেদাবাদ, আগ্রা ও নয়া দিল্লি। ২০১৯ সালে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন লকহিড মার্টিন গ্রুপের তৈরি এই হেলিকপ্টার কেনার প্রস্তাব উত্থাপন হওয়ার পর তা অনুমোদন দিয়েছিলেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সরকার নতুন ‘বাই আমেরিকান’ পরিকল্পনার পর ট্রাম্প প্রশাসন ক্লিয়ারেন্স দিয়েছিল। এর ফলে এই হেলিকপ্টার বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল হয়। বলা হয়, এর ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প সমৃদ্ধ হবে এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। বার্তা সংস্থা আইএএনএস-এর মতে, হেলিকপ্টার কেনার এই চুক্তিটি আনা হবে ফরেন মিলিটারি সেলস (এফএমএস) এর আওতায়। এটা সরকারের সঙ্গে সরকারের চুক্তির সমতুল্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status