বিশ্বজমিন

ওয়াল স্ট্রিট জার্নালের ৩ সাংবাদিককে বহিষ্কারের ঘোষণা চীনের

মানবজমিন ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:৫৬ পূর্বাহ্ন

প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিকের চীনে কাজ করার অনুমোদন প্রত্যাহার করে নেবে চীন। সম্প্রতি পত্রিকাটিতে চীনের সমালোচনা করে এক সম্পাদকীয় প্রকাশ হয়েছে। এর জেরেই দেশটিতে পত্রিকাটির সাংবাদিকদের কাজ করতে না দেয়ার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইম।

বুধবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গেং শুয়াং জানান, এ মাসের শুরুর দিকে জার্নালের সম্পাদকীয় পাতায় প্রকাশিত এক লেখার শিরোনামের জেরে ওই তিন সাংবাদিকের সংবাদকর্মী হিসেবে কাজ করার অনুমোদন প্রত্যাহার করা হবে। সম্পাদকীয়র শিরোনামটি ছিল ‘চায়না ইজ দ্য রিয়েল সিক ম্যান অব এশিয়া’ বা এশিয়ার আসল ‘সিক ম্যান’ হচ্ছে চীন। প্রসঙ্গত, উনবিংশ শতাব্দীতে ইউরোপে অর্থনৈতিক সংকট ও দরিদ্রতার মধ্য দিয়ে যাচ্ছে এমন দেশকে ‘সিক ম্যান’ আখ্যা দেয়া হতো। উনবিংশ শতাব্দীর মধ্যসময়ে অটোমান সাম্রাজ্যকে ‘সিক ম্যান অব ইউরোপ’ হিসেবে বর্ণনা করতে প্রথমবার পরিভাষাটির ব্যবহার হয়েছিল। এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয়টি লিখেছিলেন নিউ ইয়র্ক ভিত্তিক বার্ড কলেজের এক অধ্যাপক ওয়াল্টার রাসেল মিড। তিনি সম্পাদকীয়টিতে করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় চীনের ভূমিকার সমালোচনা করেছেন। পাশাপাশি দেশটির অর্থনৈতিক বাজারের দুরাবস্থা নিয়েও লিখেছেন।

চীনা কর্মকর্তারা দাবি করেছে, ওয়াল স্ট্রিট জার্নাল যেন তাদের গুরুতর এই ভুল স্বীকার করে নেয় এবং উন্মুক্ত ও আনুষ্ঠানিকভাবে এর জন্য ক্ষমা চায়। পাশাপাশি এর জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তি নিশ্চিতের দাবিও জানিয়েছে তারা। অন্যথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুয়াং এক সরকারি বিবৃতিতে, পত্রিকাটির বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেয়া হবে বলে হুমকি দিয়েছেন। বলেছেন, জাতিবিদ্বেষী বিবৃতি প্রকাশকারী ও চীনের ওপর অনিষ্টকর হামলা চালানো পত্রিকাকে চীনা জনগণ গ্রহণ করবে না।
ওয়াল স্ট্রিট জার্নাল তাদের বহিষ্কার হওয়া তিন সাংবাদিকের নাম প্রকাশ করেছে। তারা হচ্ছেন, পত্রিকাটির বেইজিং ব্যুরোর উপপ্রধান যশ চিন (আমেরিকান নাগরিক), চাও দেং (আমেরিকান নাগরিক) ও ফিলিপ ওয়েন (অস্ট্রেলিয়ান নাগরিক)। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পত্রিকাটির প্রকাশনা প্রতিষ্ঠান ডো জোনস অ্যান্ড কোম্পানি।

ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে চীনের বিরোধিতা নতুন নয়। কয়েক মাস আগেও পত্রিকাটির অপর এক সাংবাদিক চুন হান ওংকে চীনের মূল ভূখণ্ড থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তবে কেন তাকে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তারা। কিন্তু সে সময় ওং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক আত্মীয়কে নিয়ে একটি আর্টিকেল লিখেছিলেন। এরপরই তাকে বহিষ্কার করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status