খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ

শেষ ষোলোর প্রথম লেগে হারলো রানার্সআপ টটেনহ্যামও

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন লিভারপুলের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে হারলো  বর্তমান রানার্সআপ টটেনহ্যাম হটস্পারও। বুধবার রাতে ঘরের মাঠে জার্মান ক্লাব আরবি লাইপজিগের কাছে ১-০তে হারে কোচ হোসে মরিনহোর দল। লাইপজিগের হয়ে ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন টিমো ভেরনার।

কোচিং ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের ম্যাচ হারলেন মরিনহো। ২০০৬-এ চেলসি ও ২০১১তে রিয়াল মাদ্রিদের হয়ে এমন অভিজ্ঞতা হয়েছিল তার। দু’বারই মরিনহোর দল ছিটকে যায়।

চ্যাম্পিয়ন্স লীগে এবারই প্রথম নকআউট পর্বে খেলছে আরবি লাইপজিগ। দলটির কোচ জুলিয়ান নেগলসম্যান ইউরোপসেরার এই আসরের নকআউট পর্বে সবচেয়ে কম বয়সী কোচ।

শেষ ষোলোর অপর ম্যাচে নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইতালিয়ান ক্লাব আতালান্তা। দলের হয়ে জোড়া গোল করেন ডাচ ডিফেন্ডার হ্যান্স হ্যাটবোয়ার। নিজেদের ইতিহাসে প্রথমবার ইউরোপিয়ান আসরে টানা তিন জয় দেখলো আতালান্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status