দেশ বিদেশ

চসিক নির্বাচন

মেয়র পদে বিএনপি’র ৬ নেতার মনোনয়ন সংগ্রহ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে এ পর্যন্ত দলের হয়ে মহানগর বিএনপি’র ৬ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন-মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ সভাপতি নিয়াজ মোহাম্মাদ খান, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাধারণ সমপাদক আবুল হাশেম বক্কর ও সাবেক যুগ্ম সমপাদক মো. এরশাদ উল্লাহ ও ডা. লুসি খান।  গতকাল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সমপাদক বেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বেলাল আহমেদ জানান, মনোয়নপত্র বিতরণের প্রথমদিনই মঙ্গলবার  থেকে বুধবার পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নছিমন ভবন থেকে পাঁচ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবারও মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ডা. লুসি খান বিকেলে ঢাকার নয়াপল্টনে কেন্দ্রিয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি জানান, পেশায় চিকিৎসক ডা. লুসি খান প্রয়াত বিএনপি নেতা ও পরিকল্পনা মন্ত্রী ড. জহির উদ্দিন খান এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খানের ঘনিষ্ট আত্নীয়। তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার মহিলা বিষয়ক সহ-সমপাদিকা দায়িত্ব পালন করছেন। বেলাল আহমেদ আরো জানান, বৃহসপতিবার সন্ধ্যার মধ্যে প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর আগামী ২৪ ফেব্রুয়ারি মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার ও মনোনয়ন ফরম যাছাই-বাছাইয়ের পর স্থায়ী কমিটির মিটিংয়ে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪৩টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করার জন্য দলের পক্ষ থেকে চট্টগ্রামের ৬ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন-বিভাগীয় সাংগঠনিক সমপাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবু সুফিয়ান, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সমপাদক আবুল হাশেম বক্কর, এস এম সাইফুল ও মঞ্জুরুল আলম মঞ্জু। তারা কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে হস্তান্তর করবেন বলে জানান নগর বিএনপির সহ-দপ্তর সমপাদক ইদ্রিস আলী। প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯শে মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শতভাগ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭শে ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ই মার্চ। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ৯ই মার্চ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status