দেশ বিদেশ

শাহবাগে আইনজীবী সহকারীদের বিক্ষোভ, আইনমন্ত্রীর পদত্যাগ দাবি

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

আইনজীবী সহকারী কাউন্সিল (ল-ক্লার্ক) নামের আইন পাস ও নিজেদেরকে ল-ক্লার্ক হিসেবে আইনগতভাবে স্বীকৃতির দাবিতে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আইনজীবী সহকারী সমিতির সদস্যরা শাহাবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল আইনজীবী সহকারী (ল-ক্লার্ক) আইন পাসের দাবিতে সকাল ১০টা থেকে চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশটি হাইকোর্ট মাজার থেকে শিক্ষা ভবন, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় আইনজীবী সহকারী সমিতির সুপ্রিম কোর্ট শাখা সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান তার বক্তৃতায় বলেন, আমাদেরকে দীর্ঘদিন ধরে আইনমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, আইন পাস করবেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও তিনি আইনটি পাসের উদ্যোগ নেননি। তাই তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। দাবি মানা না হলে আমাদের আন্দোলন আরো কঠিন থেকে কঠিনতর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আমরণ ও স্বেচ্ছায় কারাবরণের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।
আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. নুরু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  খোরশেদ আলমের পরিচালনায় শাহাবাগ মোড়ে ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। আন্দোলনরতরা শাহবাগ মোড়ের যান চলাচল বন্ধ করে দেয়। যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের চরম বিপাকে পড়তে হয়। এ পথচারী বলেন, কিছু হলেই রাস্তা অবরোধ করা হয়। তারা বুঝেনা যে এখানে দুটি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় রয়েছে।
সভাপতি মো. নুরু মিয়া আইনমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আগামী ১১ই মার্চের মধ্যে আমাদের দাবি না মানা হলে আপনার বিরুদ্ধে কর্মসূচি দিতে বাধ্য হব। কঠিন আন্দোলনৈর ঘোষণা দেয়া হবে। তিনি আরো বলেন, আইনজীবী সহকারী সমিতি এমন একটা সংগঠন যারা আইনজীবীদের সহায়তা করে থাকেন। কিন্তু আমাদের বলা হয়- এই বাথরুম ব্যবহার করতে পারবেন না, এই ক্যান্টিনে যেতে পারবেন না, ওই খানে ঢুকতে পারবেন না। এভাবে আমরা গত ৩৪ বছর ধরে আদালত প্রাঙ্গণে লাঞ্ছনার শিকার হচ্ছি। যার মাধ্যমে আমাদের ওপর চাপিয়ে দেয়া বিধি-নিষেধ কমে আসবে। বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সহ দফতর সস্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সদস্য হিসেবে আমরা আইনি স্বীকৃতি চাই। আমরা সরকারের কাছে কোনো টাকা-পয়সা চাই না। সরকারের কাছে আমাদের দাবি, আইনজীবী সহকারী কাউন্সিল (ল-ক্লার্ক) আইন পাসের মাধ্যমে আমাদের পেশাকে আইনি স্বীকৃতি দেয়া হোক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status