খেলা

মাশরাফির নেতৃত্বের শেষ জিম্বাবুয়ে সিরিজে

স্পোর্টস রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:২৯ পূর্বাহ্ন

ক্যারিয়ারে ২১৭ ওয়ানডে ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। সেখানে ৮৫ ম্যাচে দিয়েছেন দলের নেতৃত্ব। তাতে ৪৭ ম্যাচেই জিতেছে বাংলাদেশ দল। তাই তাকে দেশের সবচেয়ে সফল অধিনায়ক বললে ভুল হবে না। কারণ তার আগে এই ফরম্যাটে ১৩ অধিনায়কের কেউই এমন সাফল্য এনে দিতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ ম্যাচে জয় অধিনায়ক হাবিবুল বাশারের। তবে শেষ হয়ে যাচ্ছে মাশরাফির নেতৃত্বের অধ্যায়। শেষ হয়ে  যেতে পারে তার ওয়ানডে ক্যারিয়ারও। যদি তিনি বিদায় বলে দেন তবে! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল এক সভা শেষে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘এই সিরিজে মাশরাফি অধিনায়ক হিসেবে  খেলছে। যদি সে ফিট থাকে। ফিট না হলে ভিন্ন কথা। অবশ্য ওর জন্য আমরা অতোটা কড়াকড়ি করতে চাইছি না যদি  খেলতে চায়। তবে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সামনে যে বিশ্বকাপটা (২০২৩) আছে সেটার আগ মুহূর্তে হঠাৎ অধিনায়ক আমরা কাউকে করবো না। তার জন্য টিম ও অধিনায়ক আমরা দু’বছর আগেই করে ফেলবো। আমার হাতে আর সময় নেই। খুব শিগগিরই এই সিদ্ধান্ত নিতে হবে।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতেই স্পষ্ট যে জিম্বাবুয়ে সিরিজেই শেষ হচ্ছে মাশরাফি বিন মুর্তজার  নেতৃত্বের অধ্যায়। তাই এখন নয়া ওয়ানডে অধিনায়কের অপেক্ষা। কবে নাগাদ এই সিদ্ধান্ত আসবে? বিসিবি সভাপতি সময়টাও বেঁধে দিয়েছেন। তিনি বলেন, ‘এক মাসের মধ্যে আমরা এই ব্যাপারে আপনাদের ক্লিয়ার কাট সিদ্ধান্ত দিয়ে দিতে পারবো। অন্তত এই (জিম্বাবুয়ে) সিরিজটার জন্য আমরা অপেক্ষা করছি। এর পর আমরা সিদ্ধান্ত নিয়ে নেবো।’ তবে মাশরাফি যদি শুধু পেসার হিসেবে খেলা চালিয়ে যেতে চান তাতে কোনো আপত্তি নেই বিসিবি সভাপতির। তবে এই জন্য তাকে অন্য ক্রিকেটারদের মতোই পারফরম্যান্স ও ফিটনেসের প্রমাণ দিয়ে দলে আসতে হবে বলেও স্পষ্ট করেন তিনি। নাজমুল হাসান বলেন, ‘ মাশরাফি খেলতে চাইলে খেলতে পারে। তবে এখন আমি সবচেয়ে বেশি চিন্তিত অধিনায়ক নিয়ে। যদি আমরা কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়ে দেই তারপর ও যদি নিজের পারফরম্যান্সে দলে ঢুকতে পারে ঢুকবে। সেটা তো ভিন্ন ব্যাপার। কারো জন্যই বাধা নেই। তবে অধিনায়কত্বের ব্যাপারে আমরা মাসখানেকের মধ্যে আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো।’

মাশরাফির অবসর নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘কিন্তু এটাও আবার আমরা জানি ওর (মাশরাফি) একটা সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার যে ও আর কতদিন খেলবে। অবসর...এটা আসলে খেলোয়াড়ের ওপর নির্ভর করে। আমরা যেটা জানি নামিদামি খেলোয়াড় যারা আছেন তারা নিজেরা পরিকল্পনা করে বলে দেয় যে আমি অবসরে যাচ্ছি। এবং সেখানটায় আমাদেরও ইচ্ছে ছিল ও যদি এমন কিছু করে তাকে অনুষ্ঠান করে ভালোভাবে বিদায় দিতে পারি। তবে বাকিটাও ওর ইচ্ছা।’

তবে বিসিবি সভাপতি কঠিন বাস্তবতাও স্বীকার করে নিয়েছেন। মাশরাফির বিকল্প অধিনায়ক পাওয়া যে তাদের জন্য ভীষণ কঠিন তা অকপটেই জানান তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘একটা কথা আমি সবসময় বলে এসেছি। সাকিবের মতো খেলোয়াড়ের ও মাশরাফির মতো অধিনায়কের বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে নেই।’

অস্ট্রেলিয়া বিশ্বকাপে সাকিবের ফেরা কঠিন!
এই বছরই অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই প্রশ্ন উঠেছে নিষিদ্ধ থাকায় সাকিব আল হাসান সেখানে খেলতে বা নেতৃত্ব দিতে পারবেন কিনা! কারণ আগামী ২৯শে অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা। তবে তার ১০ দিন আগেই বাংলাদেশের বিশ্বকাপ লড়াই শুরু হয়ে যাবে। তাই সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি শঙ্কাই প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপ  কোয়ালিফিকেশনে তো ও (সাকিব) আসতে পারবে না। আমরা যদি কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপে যাই তারপরও কয়েকটা ম্যাচ সে থাকবে না। ৩টা ম্যাচ সে থাকতে পারছে না। ওই সময় তো আমাদের ক্যাপ্টেন একজন থাকবে। তারপর সাকিব ম্যাচ অনুশীলন ছাড়া ঢুকতে পারবে কি না, হঠাৎ করে সে ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে কি না তা তো ওর সঙ্গেও আলাপ করে জানতে হবে। কাজেই এই বিশ্বকাপে সাকিবের ক্যাপ্টেন হওয়ার ব্যাপারটা একটু অদ্ভুত।’ তবে সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এলে তার জন্য দরজা খোলাও বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘ওয়ানডেতে তো ডেফিনেটলি ও যদি ফেরৎ আসে। সাকিব যদি আবার ফর্মে চলে আসে এবং যা ছিল  সে সেরকম থাকে তাহলে ও তো আসল প্রতিযোগী।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status