খেলা

লীগের খেলা দেখতে জেমি ডে আসছেন আজ

স্পোর্টস রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:২৬ পূর্বাহ্ন

জাতীয় দলের ম্যাচ না থাকলেই ছুটিতে চলে যান হেড কোচ জেমি ডে। সাধারণত বাংলাদেশের খেলার ক’দিন আগে ঢাকায় ফেরেন তিনি। ইংল্যান্ডে বসে করা দল নিয়ে যোগ দেন ক্যাম্পে। তবে এবার বাংলাদেশ জাতীয় দলের কোচের এই রুটিনে কিছুটা পরিবর্তন আসছে। লীগের খেলা দেখতে জাতীয় দলের ম্যাচের ৩৫ দিন আগে ঢাকায় আসছেন কোচ জেমি ডে। ইংল্যান্ড থেকে তিনি ঢাকায় ফিরছেন আজ। আপাতত জাতীয় দলের কোনো ম্যাচ নেই, প্রিমিয়ার লীগ নিয়ে ব্যস্ত জাতীয় দলের খেলোয়াড়রা। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২৬শে মার্চ আফগানিস্তানের বিপক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য দল তৈরি করতেই আজ ঢাকায় পা রাখবেন জেমি ডে। আরেকবার ডাগআউটে দাঁড়াতে এক মাসেরও বেশি সময় পাচ্ছেন। এ সময়ে জামাল-জীবনদের লীগের ম্যাচ দেখবেন তিনি। ইংল্যান্ড থেকে জেমি ডে বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের তো আগে থেকেই চেনা। তাদের সর্বশেষ অবস্থা কী সেটা দেখতে হবে। লীগে কে কেমন করছে সেটা দেখবো। তারপর জাতীয় দল চূড়ান্ত করবো। এর জন্য চেষ্টা করবো বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলা দেখতে।’ সাধারণত লন্ডনের বাসায় বসে ইন্টারনেট লাইভ স্ট্রিমিংয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের খেলা দেখে থাকেন জেমি ডে। এবার আগেভাগে ঢাকায় আসা নিয়ে তিনি বলেন, ‘আমি লন্ডনে বসে খেলা দেখি। সেখান থেকে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলি। যাকে যেমন নির্দেশনা দেয়ার দরকার, দেই। খেলোয়াড়দের সর্বশেষ অবস্থা আমার জানতে হয়। এবার লীগের খেলা মাঠে বসে দেখার জন্যই আসছি।’ লীগে স্থানীয় খেলোয়াড়দের গোল নেই বললেই চলে। নয় ম্যাচে গোল হয়েছে ১৪টি। এর মধ্যে শুধু সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত ও চট্টগ্রাম আবাহনীর শাখাওয়াত হোসেন রনি গোল পেয়েছেন। বাকি ১২ গোলই বিদেশি খেলোয়াড়দের। ডে হতাশ কণ্ঠে বলেন, ‘যতদিন বিদেশি খেলোয়াড়দের আধিক্য না কমবে, ততদিন এমনই হবে। স্থানীয় খেলোয়াড়দের গোলবঞ্চিত থাকতে হবে।’ আফগানিস্তান ম্যাচের জন্য জেমি ডে জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন আগামী ১৫ই মার্চ। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি সিলেটে হবে বলে কোচ সেখানেই কয়েকদিনের ক্যাম্প করতে চান। জেমি ডে বলেন, ‘আমি বাফুফেকে জানিয়েছি। যদি সিলেটে অনুশীলনের যথাযথ সুযোগ-সুবিধা থাকে তাহলে সেখানেই ক্যাম্প হবে ম্যাচের আগে। আসি, তারপর দেখি কী হয়।’ জাতীয় দলের ক্যাম্প নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেন, ‘ম্যাচ যেহেতু সিলেটে তাই আমরা চাই সেখানেই ক্যাম্প হোক। তিনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। সিলেটেও অনুশীলনের ভালো সুযোগ আছে।’ ঢাকাসহ এবার গোপালগঞ্জ, নীলফামারী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status