খেলা

করোনা ভাইরাসের ভয়ে চীনের কুস্তিগিরদের ভিসা দেয়নি ভারত

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:২৫ পূর্বাহ্ন

ভারতে মঙ্গলবার শুরু হয়েছে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ। সেখানে চীনের প্রতিযোগীদের ই-ভিসা দেয়া স্থগিত রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ। চীনের নাগরিকদের বেলায়ও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। দিল্লিতে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা চলবে আগামী ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত। ভারত কুস্তি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক বিনোদ তোমার জানিয়েছেন, ‘ওরা (চীনের কুস্তিগির) আসছে না। অবশ্যই এখানে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। কারণ করোনাভাইরাস প্রাণঘাতী।’
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এক পর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এখন পর্যন্ত অন্তত ২৮টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। চীনে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যাও দুই হাজার ছাড়িয়েছে । চীনের প্রতিযোগীদের খেলতে না দেয়ায় দেশটির কুস্তি ফেডারেশনের এক মুখপাত্র নিজেদের হতাশার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কুস্তিগিররা সবাই খুব হতাশ হয়েছে। এতে কোনো সন্দেহ নেই।’ ভারতের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘অলিম্পিক সনদ অনুযায়ী আমরা কোনো দেশের নাগরিকের ভিসা দিতে অস্বীকৃতি জানাতে পারি না। খেলাধুলা থেকে রাজনীতিটা আমরা দূরে সরিয়ে রাখার চেষ্টা করি। তবে স্বাস্থ্য কিংবা অন্য কোনো কৌশলগত সমস্যা থাকলে ভিন্ন ব্যবস্থা নিতেই হয়।’ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে চীনের ৪০ সদস্যের দলের অংশ নেয়ার কথা ছিল। তবে চীনের কুস্তি ফেডারেশন (সিডব্লিএ) লিখিতভাবে ভারতীয় কুস্তি ফেডারেশনকে (ডব্লিউএফআই) জানিয়েছিল, ৩০ জন কুস্তিগির ও বাকি ১০ জন সাপোর্ট স্টাফকে সংক্রমণ থেকে দূরে রাখতে আলাদা রাখা হয়েছিল। তারা করোনাভাইরাসে সংক্রমিত হননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status