বাংলারজমিন

সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:০০ পূর্বাহ্ন

পত্রিকায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার অপুর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করার প্রতিবাদে তার নিজ জন্মভূমি সিরাজগঞ্জ শহরে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ১৬ই ফ্রেরুয়ারি ঢাকা থেকে প্রকাশিত একটি অখ্যাত পত্রিকায় (অন্য দিগন্ত) পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার অপু’র বিরুদ্ধে বেশ কয়েকটি আপত্তিকর ও মানহানিকর শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। ক্ষমতাসীন দলে ঘাপটি মেরে থাকা একটি মহল সেই পত্রিকায় ডাকযোগে সিরাজগঞ্জ শহরে এনে রাতের আধারে বাড়ি বাড়ি, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বিলি করেছে, পাশাপাশি চিহিৃত্ব বেশ কয়েকজন ব্যক্তি ওই নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সচিব কবির বিন আনোয়ারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট ও প্রবীণ রাজনীতিক আবু ইউসুফ সূর্য্যের সভাপতিত্বে কর্মসুূচ চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গাজী মির্জা ফারুক আহম্মেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কাওসার আহম্মেদ লিটন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক দানীউল হক দানী, নারীনেত্রী জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট এ্যাড. আব্দুল হাকিম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status