বাংলারজমিন

বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরগুনা প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৭:৩১ পূর্বাহ্ন

বরগুনার পাথরঘাটায় স্ত্রী হামিদা (৪৫) কে হত্যার দায়ে স্বামী বাচ্চু হাওলাদার (৫৫) কে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইএম ইসমাইল হোসেন এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বরগুনার অতিরিক্ত (পিপি) অ্যাডভোকেট আকতারুজ্জামান বাহাদুর এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কমল কান্তি দাস।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৭ আগস্ট রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার আমতলা গ্রামের বাচ্চু হাওলাদার তার স্ত্রী হামিদাকে হত্যা করে খালের পাড়ে মাটিতে পুঁতে রাখেন। পরে নিহতের স্বজন ও প্রতিবেশীদের চাপে বাচ্চু ঘটনা স্বীকার করেন। পরে হামিদার মা জাহানারা বাদী হয়ে পাথরঘাটা থানায় বাচ্চুকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ১১ বছর বিচারাধীন থাকার পর বুধবার বাচ্চুকে ফাঁসির আদেশ দেন আদালত। রায় প্রদানের সময় আসামি বাচ্চু আদালতে উপস্থিত ছিলেন। নিহতের মা হামিদা বেগম জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি। আশা করি দ্রুত রায় কার্যকর হবে। বাচ্চুর বিরুদ্ধে পিরোজপুর আদালতে আরও একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status