বিশ্বজমিন

নারী যাত্রীর সঙ্গে কথা বললে চালকের বিরুদ্ধে শাস্তি

মানবজমিন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ১১:২৯ পূর্বাহ্ন

পাশের সিটে বসা নারী যাত্রীর সঙ্গে কথা বললেই বিভাগীয় শাস্তি নেয়া হবে তামিলনাড়ুর কয়েম্বাটোরের সরকারি বাস চালকদের বিরুদ্ধে। নারী যাত্রীদের সঙ্গে চালক কথা বলতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন বলে এমন সরকারি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্দেশ জারি করেছে তামিলনাড়ু রাজ্যের পরিবহন করপোরেশন, কয়েম্বাটোর। তাদের এ সিদ্ধান্তে ওই অঞ্চলের বাস চালকরা বিস্মিত। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া বলছে, সংশ্লিষ্টদের কাছে এ নিয়ে অভিযোগ জমা পড়েছে। তাতে বলা হয়েছে, নারী যাত্রীদের সঙ্গে এভাবে কথা বলতে গিয়ে চালকরা অমনোযোগী হয়ে পড়েন। ফলে দুর্ঘটনা ঘটে। তাই ১৯ শে জানুয়ারি তাদেরকে সতর্ক করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যারা এই আইন মানবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে। ওই বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, একটি দুর্ঘটনা ঘটতে এক সেকেন্ডেরও অনেক কম সময় লাগে।

তাই অপ্রয়োজনে ওভাবে অমনযোগী হওয়া থেকে বিরত থাকা উচিত। ইনাইয়ুম কাইগাল ওয়ার্কার্স ইউনিয়নের এম রাধাকৃষ্ণ বলেন, এমন অনেক সময় আছে যখন কন্ডাক্টর থামতে বলা সত্ত্বেও চালক গাড়ি থামান না। এ সময় চালক আলাপচারিতায় এতটাই মত্ত থাকেন যে, যাত্রী নামছে না উঠছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। অন্যদিকে চালকরা বলছেন, এমন কথোপকথান হয় খুব দরকারি ব্রেকের সময়। চালক ডি আর রমেশ বলেছেন, এর আগে প্রায় একই রকম একটি আইন করা হয়েছিল কন্ডাক্টরদের জন্য। তাদেরকে বাসের সিট দখল করে বসা বারণ করা হয়েছিল। তবে নারীদের সঙ্গে কথা বলায় যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের সিট বিন্যাসটা পরিবর্তন করা উচিত। চেন্নাইয়ের মতো না হয়ে কয়েম্বাটোরে লোকাল বাসের সিট বিন্যাস একটু ভিন্ন। এতে শেষের ৬ বা ৭টি সারিতে আসন থাকে পুরুষদের। নারীদের জন্য সামনের অর্ধেক অংশ রাখা। যদি নারীরা সিট না পান, তাহলে তারা চালকের পাশে বনেটের ওপর বসে পড়েন। কয়েম্বাটোরে চালকের পাশে এমন সিটে নারী বা যাত্রী বসা খুব সাধারণ বিষয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status