খেলা

পাল্টে গেল এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের ভেন্যু

১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৮:১৭ পূর্বাহ্ন

সারা বিশ্বের মানুষ এখন করোনা ভাইরাস আতঙ্কে। এরই মধ্যে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই হাজার। দেশটিতে সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় লক্ষাধিক। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঘটছে প্রবল গতিতে। এখন পর্যন্ত প্রায় ৩০টি দেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। করোনা-প্রভাব পড়ছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। এরই মধ্যে চীনে বেশ কিছু খেলার ইভেন্ট বাতিল করা হয়েছে। যার মধ্যে রয়েছে ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নেয়ার কথা ছিলো বাংলাদেশের অ্যাথলেটদেরও। শুধু চীনেই নয়, মালয়েশিয়ার কুয়ালামপুরে নির্ধারিত ৪০তম এশিয়ান রোড চ্যাম্পিয়নও স্থগিত করা হয়েছে। আগামী ১৭ থেকে ২২শে মার্চ হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। যেখানে অংশ নিতেন বাংলাদেশ ১০ সাইক্লিস্ট। করোনা ভাইরাস থামিয়ে দিলো তাদের মালয়েশিয়া-যাত্রা। অ্যাথলেট-সাইক্লিস্টদের পর ভারোত্তলকদের জন্য দুঃসংবাদ বয়ে আনলো করোনা ভাইরাস। তবে কোনো ইভেন্ট বাতিল হয়নি। কেবল বদলে দেয়া হয়েছে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের ভেন্যু। প্রায় নয় সপ্তাহ হাতে রেখেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ সিদ্ধান্ত।
আগামী এপ্রিলের মাঝামাঝিতে কাজাখস্তানে হতে যাওয়া ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপটি সরিয়ে নেয়া হয়েছে উজবেকিস্তানে। সেখানেই সবশেষ সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত, জিয়ারুল ইসলামসহ তিন ভারোত্তলক পদকের লড়াইয়ে নামবেন। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.) জানান, এপ্রিলে বাংলাদেশ গেমস শেষ করেই মাবিয়ারা উজবেকিস্তান রওনা দেবে। আগামী ১ থেকে ১০ই এপ্রিল পর্যন্ত হবে বাংলাদেশ গেমস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status