শিক্ষাঙ্গন

রাবিতে জোহা দিবস পালিত

রাবি সংবাদদাতা

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৭:৫২ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. শামসুজ্জোহার শাহাদাৎ দিবস ও শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৭টা থেকে শহীদ ড. জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ, বক্তৃতা, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে ড. জোহার শাহাদাৎ দিবস ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের নেতৃত্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শহীদ ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করেন। পরে রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ আবাসিক হল, বিভাগ, পেশাজীবী সংগঠনগুলো প্রভাতফেরি, শহীদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status