বাংলারজমিন

শাজাহান খানের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৭:৪১ পূর্বাহ্ন

নায়ক ইলিয়াছ কাঞ্চন কর্তৃক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান খান এমপির বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে গতকাল শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাজৈরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. ডাবলু বেপারী, মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ঘাট শাখার সভাপতি মো. ফারুক হোসেন, শিবচর শাখার কার্যকরী সভাপতি খোকন খা, মো. নওয়াব বেপারী, কামরুল বেপারী, মনির বেপারী, রাসেল বেপারী, মান্নু বেপারী প্রমুখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status