অনলাইন

উচ্ছেদ অভিযানকালে চাপা পড়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৪:৩২ পূর্বাহ্ন

বাজিতপুরে রেলওয়ের সম্পত্তি উচ্ছেদ অভিযানের সময় ভবনের নিচে চাপা পড়ে নিমাই চন্দ্র বণিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া অন্তর সাহা (১৮), রুবেল মিয়া (২৪), কামাল মিয়া (৩৭) ও সিয়াম আল সাদী (৪৮) নামে আরও চার ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সরারচর রেলস্টেশন সংলগ্ন সরারচর বাজারে উচ্ছেদ অভিযান চলাকালে চোলাই মদ পট্টি সংলগ্ন সরারচর মার্কেটে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে সরারচর রেলওয়ে কলোনী ও সরারচর বাজারে রেলওয়ের সম্পত্তি উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযান পরিচালনা করেন রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশিকুর রহমান চৌধুরী, রেলওয়ে পুলিশ ও বাজিতপুর থানার পুলিশ সদস্যরা।

অভিযানে সরারচর বাজারের অর্ধশত দোকানপাট উচ্ছেদকালে চোলাই মদ পট্টি সংলগ্ন সরারচর মার্কেটে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়ার সময় বেলা সাড়ে ১২টার দিকে ভবনের ভিমের নিচে নিমাই চন্দ্র বণিক, অন্তর সাহা, রুবেল মিয়া, কামাল মিয়া ও সিয়াম আল সাদী নামে পাঁচ ব্যক্তি চাপা পড়ে আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নিমাই চন্দ্র বণিককে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পরই দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযান স্থগিত ঘোষণা করা হয়।

বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্ছেদ অভিযান চলাকালে বিল্ডিংয়ের ভিমের নিচে চাপা পড়ে নিমাই চন্দ্র বণিক গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, জনসাধারণকে নিরাপদ দূরত্বে রেখে যেকোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়। কিন্তুতা করা হয়নি বলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status