বিশ্বজমিন

করোনা ভাইরাস: ফ্লাইট কমিয়ে দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স

মানবজমিন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:৫৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের কারণে যাত্রী কমে গেছে। এর ফলে বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্কে অস্থায়ী ভিত্তিতে ফ্লাইট সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। মার্চ, এপ্রিল ও মে মাসের জন্য আপাতত এই সিদ্ধান্ত কার্যকর হবে। যেসব গন্তব্যে ফ্লাইট কমিয়ে আনার কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হলো লস অ্যানজেলেস, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, টোকিও, সিউল, জাকার্তা, সিডনি, মুম্বই। এ ছাড়া চীনের মূল ভূখন্ড এবং হংকংয়ে বড় আকারে ফ্লাইট কমিয়ে আনার কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status