খেলা

দেশি ফুটবলারের প্রথম গোল

সাইফে ধরাশায়ী মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

১৩ই ফেব্রুয়ারি শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। গতকাল পর্যন্ত এবারের আসরে ম্যাচ হয়েছে সাতটি। আর সব মিলিয়ে হয়েছে ১০ গোল। তবে আসরের সপ্তম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন বাংলাদেশের কোনো খেলোয়াড়। তাও এলো এক ডিফেন্স তারকার কল্যাণে। গতকাল ঢাকা মোহামেডানের বিপক্ষে দেশি ফুটবলারদের মধ্যে একমাত্র গোলটি করেন সাইফ স্পোর্টিংয়ে ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। তার গোলেই মৌসুমে টানা দ্বিতীয় জয় পায় সাইফ স্পোর্টিং। ইয়াসিনেরটি ছাড়া বাকি ৯ গোলই করেছেন বিদেশি খেলোয়াড়েরা। সর্বোচ্চ চার গোল এসেছে নাইজেরিয়ান খেলোয়াড়দের পা থেকে। একটি করে গোল করেছেন কোস্টারিকা, আইভরি কোস্ট, উজবেকিস্তান, হাইতি ও রুয়ান্ডার খেলোয়াড়।
নীলফামারীতে লীগের উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংসের  জয়ের নায়ক কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেস। একই দিন  শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রথম গোলটি নাইজেরিয়ান স্ট্রাইকার চিনেদু ম্যাথিউয়ের। দ্বিতীয় গোলটি করেন আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের। সিলেটে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলদাতা নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল অনওরেব ও ব্রাদার্সের উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেক। রহমতগঞ্জের বিপক্ষে সাইফ স্পোর্টিংকে একমাত্র গোলে জয় এনে দেন রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বাইসেঙ্গ। আরামবাগের বিপক্ষে মোহামেডানের জয়ের নায়ক ছিলেন নাইজেরিয়ান তারকা উগুচুকু। রোববার পুলিশ এফসির বিপক্ষে দারুণ লক্ষ্যভেদে আবাহনীকে ২-০ গোলের জয় এনে দেন হাইতির বেলফোর্ট ও নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজুবা। গতকাল ময়মনসিংহে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে আসরে গোলের দেখা পান ইয়াসিন আরাফাত। ময়মনসিংহের শহীদ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তার দেয়া গোলে মোহামেডানকে হারায় সাইফ। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬তম মিনিটে সতীর্থের ফ্রি কিকে দূরের পোস্টে থাকা ডিফেন্ডার ইয়াসিন আরাফাত দারুণ হেডে জাল খুঁজে নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status