খেলা

রেকর্ড গড়া সিরিজে সব ট্রফি মরগানের

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১১ পূর্বাহ্ন

তৃতীয় টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজের ট্রফি হাতে তোলেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। এদিন তিনি কুড়ান ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কারও। রোববার সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার করা ২২২ রানের পাহাড় টপকে দুর্দান্ত জয় পায় ইংল্যান্ড। এতে রচিত হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ  রানের (এগ্রিগেট) রেকর্ড। ইংল্যান্ডের ইনিংসে অর্ধশতক হাঁকান জস বাটলার, জনি বেয়ারস্টো ও মরগান। ২২ বলে হার না মানা ৫৭ রানের ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার ওঠে মরগানের হাতে। সফরে তিন টি-টোয়েন্টিতে ৬৮.০০ গড়ে সর্বাধিক ১৩৬ রান নিয়ে  সিরিজ সেরার পুরস্কার কুড়ান ইংল্যান্ডের বাঁ-হাতি ব্যাটসম্যান মরগানই। সিরিজে দ্বিতীয় সর্বাধিক ১৩১ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক।
ইংল্যান্ডের বিপক্ষে এবারের সিরিজে তিন ফরম্যাটেই শুরুর দৃঢ়তা ধরে রাখতে ব্যর্থ হয় প্রোটিয়া। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই জয় দিয়ে সিরিজ করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষে সিরিজ জয়ে টেস্ট (৩-১) ও টি-টোয়েন্টির ট্রফি ছিনিয়ে নেয় ইংলিশরা। আর বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে সিরিজের (১-১) ট্রফি ভাগাভাগি করে দু’দল। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে ব্যাট হাতেও প্রোটিয়াদের শুরুটা ছিল দারুণ। তিন ম্যাচে ওপেনিং জুটিতে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে জমা পড়ে যথাক্রমে ৯২, ৪৮ ও ৮৪ রান। বিপরীতে ইংল্যান্ডের ওপেনিং জুটি ২০-এর কোঠায় পৌঁছে একবারই মাত্র।
রোববার টস জিতে আগে ব্যাটিংয়ে গিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২২ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৬৬ রান করেন হেনরিখ ক্লাসেন। এছাড়া ৪৯ রান করেন ওপেনার টেম্বা বাভুমা। বেন স্টোকস ও টম কারেন দুটি করে উইকেট নেন। জবাবে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ৩৪ বলে দলীয় সর্বোচ্চ ৬৪ রান আসে জনি বেয়ারেস্টোর ব্যাট থেকে। বাটলার করেন ২৯ বলে ৫৭ রান। আর ২২ বলের বিধ্বংসী ইনিংসে ৭টি বিশাল ছক্কায় ৫৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক এউইন মরগান।
এবারের দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি  সিরিজে ওঠে মোট ১২০৭ রান। ওভার প্রতি রান ১০.১২। এতে ভেঙে যায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি। আগের রেকর্ডে গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজের তিন টি-টোয়েন্টি ম্যাচে ওঠে ১২০৭ রান (৭০৩ বল)। ওভার প্রতি রান ছিল ১০.০০।
ইংল্যান্ডের জরিমানা
জয়ের দিনে জরিমানা গুনতে হলো ইংলিশদের। প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। নির্ধারিত সময়ে পুরো ২০ ওভার শেষ করতে পারেনি ইংল্যান্ড। এক ওভার কম করায় এই জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status