বাংলারজমিন

জগন্নাথপুরে নির্মিত হচ্ছে বিদ্যুতের সাব-স্টেশন

জগন্নাথপুর (সুনামগগঞ্জ) প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের জগন্নাথপুরে শতকোটি টাকা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যুতের নতুন সাব স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল দুপুরে সাব স্টেশনের ভূমি হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীনণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সিলেট জোনের  বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, সহকারি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরী, সাইদুর রহমান, জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ, সহকারি প্রকৌশলী পাভেল আহমদ ও জগন্নাথপুরের ভূমি অফিসার সার্ভেয়ার আব্দুল মোনায়েমসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কার্যালয় সুত্র জানায়, প্রবাসি অধ্যুষিত এ উপজেলায় ব্যাপক বিদ্যুতের চাহিদা রয়েছে। ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের লো-ভোল্টেজ কমাতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা প্রকল্প সিলেট জোন এর অধীনে জগন্নাথপুরে শতকোটি প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি ক্ষমতা সম্পন্ন জগন্নাথপুর পৌরএলাকার ইনাতনগরে ৮০ শতাংশ ভূমিতে বিদ্যুতের নতুন আরেকটি সাব স্টেশন নির্মিত হবে। সাব স্টেশন নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এবং সুনামগঞ্জ গ্রেড থেকে ৩৩ কেভি আগমনী বিদ্যুতের লাইন সংযোগসহ অন্যান্য বিদ্যুৎ উন্নয়নে ব্যয় হবে ৭৫ কোটি টাকা।   
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় শতকোটি টাকার প্রকল্পের আওতায় জগন্নাথপুরের বিদ্যুতের উন্নয়নমূলক কাজ হবে। আজ (গতকাল) ভূমি হস্তান্তর করা হয়েছে। আশা করছি অচিরেই কাজ শুরু হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status