বাংলারজমিন

শান্তির বার্তা নিয়ে ৬৪ জেলা ঘুরছেন বধির মিজান

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৭:৫৮ পূর্বাহ্ন

শান্তিময় বিশ্ব ফেরানোর স্বপ্ন নিয়ে দেশের সকল জেলা-উপজেলা ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মিজানুর রহমান (৫৫)। জন্ম থেকেই শ্রবণপ্রতিবন্ধী হয়েও বিশ্বময় শান্তি ফেরানোর স্বপ্ন নিয়ে মানুষকে সচেতন করতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ইতিমধ্যে ৩৯টি জেলা ঘুরেছেন। যেসব উপজেলাতে যাচ্ছেন সেখানকার ইউএনও অথবা উপজেলা চেয়ারম্যানের মতামত তার ডায়েরিতে লিপিবদ্ধ করে নিচ্ছেন সিল ও স্বাক্ষরসহ। গত বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ হয় প্রতিবেদকের। এ সময় মিজানুর রহমান জানান, স্নাতক পাস করেও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় কোন চাকরি করার সুযোগ হয়নি তার। এ কারণে দীর্ঘদিন বেকার জীবন কাটাতে হয়েছে। বেকার অবস্থায় কাটানোর সময় তার চোখে বিশ্বের অশান্তিগুলো ধরা পরে। বছর পাঁচেক আগে সিদ্ধান্ত নেয় বিশ্বময় শান্তি ফেরানোর। এরপর থেকে ‘শান্তিময় বিশ্ব চাই’ স্লোগান নিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে  ঘুরে বেড়াচ্ছেন তিনি।  এ পর্যন্ত সে বাংলাদেশের- জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাংগাইল, সাটুরিয়া, রাজবাড়িয়া, ফরিদপুর, শরিয়তপুর, মাদারিপুর, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝিনাইদাহ, খুলনা, চুয়াডাঙ্গা, নড়াইল, যশোর,
মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী, বাগেরহাট, নটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নওগা, চাপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, পটুয়াখালীসহ ৩৯টি জেলা ইতিমধ্যে ঘুরেছেন। এসব জেলার প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে গিয়ে তার স্লোগান পৌঁছে দিচ্ছেন। লোকজন তাকে পাগল বলে সম্বোধন করলেও তাতে কর্ণপাত না করে সে নিজের কথাগুলো বলে বেড়াচ্ছেন। যেসব জেলা এখনো ভ্রমণ করা হয়নি, সেগুলো ভ্রমণ শেষে নতুন পরিকল্পনা করবেন বলে জানান মিজানুর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status