খেলা

বিশ্বজয়ী আকবরদের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সালমারা

স্পোর্টস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ১:৪৮ পূর্বাহ্ন

প্রথমবারের মত ক্রিকেটের বিশ্ব আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা নিয়ে দেশে ফেরেন আকবর আলীরা। টাইগার যুবাদের সাফল্য অনুপ্রাণিত করছে নারী দলকেও।
২১শে ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তার আগে আজ অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কদের নিয়ে হয়ে গেলো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের যুব বিশ্বকাপ জয় তাদের সাহস যোগাচ্ছে কি না। জবাবে সালমা বলেন,‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমরা শিরোপা জিতেছি। অবশ্যই এ সাফল্য আমাদের অনুপ্রাণিত করছে। বিশ্বকাপে ভাল কিছু করে দেখাতে প্রস্তুত পুরো দল।’

বড় কোন আসরে বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেয় নারী দল। সর্বশেষ নারী এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যহীন বাংলাদেশ। ১৩ ম্যাচ খেলে জয় মাত্র দুটি। এবারের আসরেও পড়েছে কঠিন গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউইজল্যান্ড ও শ্রীলঙ্কা। ২৪শে ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status