দেশ বিদেশ

সাবেক মন্ত্রী রহমত আলী আর নেই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৯:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী (৭৪) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি, ডায়াবেটিস ও হার্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে আমৃত্যু তিনি দলটির উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ছিলেন। তিনি ১৯৪৫ সালের ১৬ই সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আছর আলী ও মাতা শুক্কুরজান বিবি। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, গাজীপুর-৩ সংসদীয় আসনের এমপি মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status