এক্সক্লুসিভ

করোনা ভাইরাস

চীন থেকে ভারতের আমদানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা

মানবজমিন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:১৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের কারণে ভারতের আমদানির শতকরা ২৮ ভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন থেকে দেশটির অবকাঠামো নির্মাণ, অটো শিল্প, রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল খাতের সরঞ্জাম আমদানি করা হয়। বলা হয়, চীনের এসব সরঞ্জামের ওপর খুব বেশি নির্ভরশীল ভারত। কিন্তু করোনা ভাইরাস বা কভিড-১৯ সংক্রমণের কারণে এই সরবরাহ চেইন বড় রকমের ঝুঁকিতে পড়েছে। শুধু ভারতেই এই সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হবে এমন নয়, একই অবস্থা হতে পারে বিশ্বজুড়ে। ইলেকট্রিক মেশিনারি, মেশিনারি ও মেকানিক্যাল সরঞ্জাম, জৈব রাসায়নিক, প্লাস্টিক ও অপটিক্যাল, অপারেশনের সরঞ্জাম- এই পাঁচটি বিষয়ে চীনের ওপর খুব বেশি নির্ভরশীল ভারত। ভারত সারা বিশ্ব থেকে যে পরিমাণ আমদানি করে তার মধ্যে এর শতকরা পরিমাণ প্রায় ২৮ ভাগ। বিশ্লেষকরা বলছেন, এসব খাত ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে চীনে ভারত রপ্তানি করে শতকরা মাত্র ৫ ভাগ। ফলে এতে ভারতের রপ্তানি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ভারত ২০১৮ সালে মোট আমদানি করেছিল ৫০,৭০০ কোটি ডলারের পণ্য। তার মধ্যে চীন থেকে আমদানি করা হয়েছিল প্রায় ৭৩০০ কোটি ডলারের পণ্য। অর্থাৎ মোট আমদানির শতকরা প্রায় ১৪ ভাগ এসেছিল চীন থেকে। করোনা ভাইরাসের কারণে চীনের কলকারখানা ও শিল্প ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকতে পারে। এর ফলে উৎপাদন লাইনে দেখা দিতে পারে ঘাটতি। জৈব রাসায়নিক আমদানির ক্ষেত্রে চীন থেকে ভারত আমদানি করে শতকরা প্রায় ৪০ ভাগ। অন্যদিকে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরও বিভিন্ন মাত্রায় নির্ভর করে চীনের ওপর। চীন থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতির শতকরা প্রায় ৪০ ভাগ আমদানি করে ভারত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status